১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৬০১৪ Time View

ঝিনাইদহ শহরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন (৩৮) পবহাটি মণ্ডলপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের অভিযোগ, সম্প্রতি মুরাদ হোসেনের বাবা আফজাল হোসেন মারা যান। বাবার মৃত্যুর পর কুলখানি না করায় পরিবারের এক নিকটাত্মীয়ের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় মুরাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটনা ঘটতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদ দুপুরে পবহাটি সিটি মোড়ে বসে ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে মুরাদের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে যায়। উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা কেন ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।’

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

সময়ঃ ১২:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

ঝিনাইদহ শহরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন (৩৮) পবহাটি মণ্ডলপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের অভিযোগ, সম্প্রতি মুরাদ হোসেনের বাবা আফজাল হোসেন মারা যান। বাবার মৃত্যুর পর কুলখানি না করায় পরিবারের এক নিকটাত্মীয়ের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় মুরাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটনা ঘটতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদ দুপুরে পবহাটি সিটি মোড়ে বসে ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে মুরাদের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে যায়। উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা কেন ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।’