পাকিস্তান থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন স্কিনকেয়ার কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল প্রসাধনী উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার মডেল থানা। এ ঘটনায় চোরাচালান চক্রের সক্রিয় সদস্য ইসতিয়াক হোসেনকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) রাতে চকবাজার থানাধীন মুকিমকাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।
চকবাজার মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মুকিমকাটারা এলাকার একটি বাসায় কিছু ব্যক্তি পাকিস্তান থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস এবং দেশে তৈরি ভেজাল প্রসাধনী উৎপাদন ও বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে থানার একটি টিম অভিযান চালিয়ে ইসতিয়াক হোসেনকে গ্রেফতার করে।
অভিযানে তার হেফাজত থেকে ১৬ লাখ ৪২ হাজার ৬০০ টাকার বিভিন্ন ব্র্যান্ডের মোট ২ হাজার ৮৬৪ পিস স্কিনকেয়ার সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইসতিয়াক হোসেন দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে পাকিস্তান থেকে কসমেটিকস এনে শুল্ক ফাঁকি দিয়ে বিক্রি করতেন। এছাড়া দেশে তৈরি ভেজাল কসমেটিকসও উৎপাদন ও বাজারজাত করতেন তিনি।
ঘটনার পর তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Sangbad365 Admin 





