০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পোশাক ছাড়া আরও যা কিছু পরিষ্কার করতে পারেন ওয়াশিং মেশিনে

  • Sangbad365 Admin
  • সময়ঃ ০৫:১৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১৬০২২ Time View

আমাদের জীবন সহজকারী যন্ত্রের মধ্যে ওয়াশিং মেশিন অন্যতম। কেবল পোশাকই নয়, পাশাপাশি আরও নানা জিনিস সহজেই পরিষ্কার করতে পারেন ওয়াশিং মেশিনে। হাতে পরিষ্কার করেতে হবে ভেবে গৃহস্থালির অনেক জিনিসই পরিষ্কার করা হয়ে ওঠে না। এগুলো কিন্তু এই মেশিনে নিশ্চিন্তে ধুয়ে নিতে পারেন। 

  • বাথরুমের পর্দা বা শাওয়ার কার্টেন খুব সহজেই ময়লা হয়ে যায়। এগুলো পরিষ্কার করে নিতে পারেন মেশিনে। লিকুইড অথবা পাউডার ডিটারজেন্ট দিয়ে ঠান্ডা পানিতে পরিষ্কার করে বাতাসে শুকিয়ে নিন শাওয়ার কার্টেন। 
  • ঘাম ও তেল জমে বালিশ ময়লা হয়ে যায় খুব দ্রুত। পলি ফাইবার বা তুলার বালিশ হলে ওয়াশিং মেশিনে পরিষ্কার করে নিন। তবে অবশ্যই মাইল্ড ডিটারজেন্ট ও ঠান্ডা পানিতে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর ড্রায়ারে শুকিয়ে নিন বালিশ।
  • পাপোশ পরিষ্কার করে ফেলতে পারেন ওয়াশিং মেশিনে। তবে পাপোশ পরিষ্কারের সময় সঙ্গে অন্য পোশাক মেশানো যাবে না। পাপোশ গরম পানিতে সাবান দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর মেশিনে ধুয়ে নিন। এরপর ওয়াশিং মেশিনের ভেতরের অংশ খুব ভালো করে পরিষ্কার করে নিন।
  • স্টাফড টয় বা কাপড়ের খেলনা ওয়াশিং মেশিনে পরিষ্কার করে নিতে পারেন। পরিষ্কার করার পর রোদে শুকিয়ে নিন ভালো করে। 
  • বেশ কিছু ব্যাকপ্যাক, কাপড়ের ব্যাগও ওয়াশিং মেশিনে দিয়েই পরিষ্কার করে নিতে পারেন। তবে খুব শৌখিন কোনও জিনিস মেশিনে না দেওয়াই ভালো। 
  • নিয়মিত পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া বাসা বাধতে পারে মেকআপ স্পঞ্জে। খুব সহজেই এটি পরিষ্কার করতে পারেন ওয়াশিং মেশিনে। মেশিনে দেওয়ার আগে বাড়তি মেকআপ পরিষ্কার করে নিন স্পঞ্জ থেকে। এরপর স্পঞ্জ একটি নেটের ব্যাগে নিয়ে ঠান্ডা অথবা গরম পানির সাইকেলে পরিষ্কার করে নিন।  
  • ক্যানভাস সু পরিষ্কার করে নিতে পারেন ওয়াশিং মেশিনে। জুতার নিচের ময়লা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন আগে। এরপর একটি জালি ব্যাগে জুতা জোড়া নিয়ে পরিষ্কার করুন মেশিন।
ট্যাগঃ

পোশাক ছাড়া আরও যা কিছু পরিষ্কার করতে পারেন ওয়াশিং মেশিনে

সময়ঃ ০৫:১৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

আমাদের জীবন সহজকারী যন্ত্রের মধ্যে ওয়াশিং মেশিন অন্যতম। কেবল পোশাকই নয়, পাশাপাশি আরও নানা জিনিস সহজেই পরিষ্কার করতে পারেন ওয়াশিং মেশিনে। হাতে পরিষ্কার করেতে হবে ভেবে গৃহস্থালির অনেক জিনিসই পরিষ্কার করা হয়ে ওঠে না। এগুলো কিন্তু এই মেশিনে নিশ্চিন্তে ধুয়ে নিতে পারেন। 

  • বাথরুমের পর্দা বা শাওয়ার কার্টেন খুব সহজেই ময়লা হয়ে যায়। এগুলো পরিষ্কার করে নিতে পারেন মেশিনে। লিকুইড অথবা পাউডার ডিটারজেন্ট দিয়ে ঠান্ডা পানিতে পরিষ্কার করে বাতাসে শুকিয়ে নিন শাওয়ার কার্টেন। 
  • ঘাম ও তেল জমে বালিশ ময়লা হয়ে যায় খুব দ্রুত। পলি ফাইবার বা তুলার বালিশ হলে ওয়াশিং মেশিনে পরিষ্কার করে নিন। তবে অবশ্যই মাইল্ড ডিটারজেন্ট ও ঠান্ডা পানিতে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর ড্রায়ারে শুকিয়ে নিন বালিশ।
  • পাপোশ পরিষ্কার করে ফেলতে পারেন ওয়াশিং মেশিনে। তবে পাপোশ পরিষ্কারের সময় সঙ্গে অন্য পোশাক মেশানো যাবে না। পাপোশ গরম পানিতে সাবান দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর মেশিনে ধুয়ে নিন। এরপর ওয়াশিং মেশিনের ভেতরের অংশ খুব ভালো করে পরিষ্কার করে নিন।
  • স্টাফড টয় বা কাপড়ের খেলনা ওয়াশিং মেশিনে পরিষ্কার করে নিতে পারেন। পরিষ্কার করার পর রোদে শুকিয়ে নিন ভালো করে। 
  • বেশ কিছু ব্যাকপ্যাক, কাপড়ের ব্যাগও ওয়াশিং মেশিনে দিয়েই পরিষ্কার করে নিতে পারেন। তবে খুব শৌখিন কোনও জিনিস মেশিনে না দেওয়াই ভালো। 
  • নিয়মিত পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া বাসা বাধতে পারে মেকআপ স্পঞ্জে। খুব সহজেই এটি পরিষ্কার করতে পারেন ওয়াশিং মেশিনে। মেশিনে দেওয়ার আগে বাড়তি মেকআপ পরিষ্কার করে নিন স্পঞ্জ থেকে। এরপর স্পঞ্জ একটি নেটের ব্যাগে নিয়ে ঠান্ডা অথবা গরম পানির সাইকেলে পরিষ্কার করে নিন।  
  • ক্যানভাস সু পরিষ্কার করে নিতে পারেন ওয়াশিং মেশিনে। জুতার নিচের ময়লা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন আগে। এরপর একটি জালি ব্যাগে জুতা জোড়া নিয়ে পরিষ্কার করুন মেশিন।