০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেক্ষাগৃহে ‘উড়াল’

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৬১৫৯ Time View

বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘উড়াল’। ১ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন জোবায়দুর রহমান। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সম্রাট প্রামাণিক। সিনেমাটি

‘উড়াল’ চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে একদল তরুণের যাপিত জীবন, বন্ধুত্ব, উড়ন্তপনা,  প্রেম, বিশ্বাস-অবিশ্বাস, ক্ষমতার দ্বন্দ্ব এবং অবিচার ও বিচারহীনতার বিরুদ্ধে প্রাণান্ত সংগ্রামকে কেন্দ্র করে।

নির্মাতা জানিয়েছেন, গল্পই এই সিনেমার প্রাণশক্তি। সেই গল্পটাকে উপজীব্য করে লোকসংস্কৃতি ও তারুণ্যের উদ্দামকে দেশজ বয়নকৌশলে চিত্রায়িত করা হয়েছে উড়াল সিনেমায়।

জানা গেছে, সিনেমার কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর। বেশির ভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে। এটি নির্মাতা জোবায়দুর রহমানেরও প্রথম সিনেমা। এমনকি, ‘উড়াল’ দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের।

আরও জানা গেছে, কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর। বেশির ভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এ সিনেমা দিয়ে। তারা হলেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আব্দুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুলসহ অনেকে।

ঢাকায় অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে কেন্দ্রীয় শিল্পীদের। সৈয়দপুর ও পার্বতীপুর থেকে ওয়ার্কশপের মাধ্যমে নেওয়া হয়েছে বাকি শিল্পীদের।

এ বিষয়ে নির্মাতা বলেন, ‘আমাদের সিনেমায় আঞ্চলিক ভাষার ব্যবহার আছে। চেষ্টা করেছি যে এলাকার গল্প, সেখানে শুটিং করার। তাই সেখানকার স্থানীয় নাট্যদল থেকে ওয়ার্কশপের মাধ্যমে শিল্পী বাছাই করা হয়েছে। আর যাঁরা কেন্দ্রীয় চরিত্রে আছেন, তাদের গ্রুমিং করানো হয়েছে। শুটিংয়ে তারা একসঙ্গে থেকেছেন, ভাগ করে খাবার খেয়েছেন। পর্দায় বন্ধুত্বের সেই রসায়নটা দেখতে পাবেন দর্শকেরা।’

সিনেমাটি নিয়ে অভিনেতা মাহফুজ মুন্না বলেন, ‘আমি মনে করি শুদ্ধ বন্ধুত্বের কারণে পৃথিবীটা এখনো সুন্দর। বাল্যকালের বন্ধুত্বটা ধীরে ধীরে হারিয়ে যায়। এই সিনেমায় বন্ধুর জন্য চ্যালেঞ্জ নেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, বন্ধুর প্রতি ভালোবাসা ও মর্যাদা খুঁজে পাবে দর্শক।’

মূলত সিনেমাটি বন্ধু দিবস (৪ আগস্ট) উপলক্ষে মুক্তি পাচ্ছে। এ বিষয়ে নির্মাতা জোবায়দুর বলেন, ‘বন্ধুদের কেন্দ্র রেখে দেশে খুব একটা ছবি হয় না। একঝাঁক তরুণকে নিয়ে ছবিটি নির্মিত হয়েছে, মনেপ্রাণে যারা উড়তে চান। বন্ধু দিবসকে উদ্‌যাপন করার জন্য এর চেয়ে আর ভালো মুহূর্ত হতে পারে না।’

বলা প্রয়োজন, ‘উড়াল’ সিনেমাটি মুক্তি পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে। তবে দর্শক চাহিদা বিবেচনায় পরবর্তীতে সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রেক্ষাগৃহে ‘উড়াল’

সময়ঃ ১২:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘উড়াল’। ১ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন জোবায়দুর রহমান। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সম্রাট প্রামাণিক। সিনেমাটি

‘উড়াল’ চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে একদল তরুণের যাপিত জীবন, বন্ধুত্ব, উড়ন্তপনা,  প্রেম, বিশ্বাস-অবিশ্বাস, ক্ষমতার দ্বন্দ্ব এবং অবিচার ও বিচারহীনতার বিরুদ্ধে প্রাণান্ত সংগ্রামকে কেন্দ্র করে।

নির্মাতা জানিয়েছেন, গল্পই এই সিনেমার প্রাণশক্তি। সেই গল্পটাকে উপজীব্য করে লোকসংস্কৃতি ও তারুণ্যের উদ্দামকে দেশজ বয়নকৌশলে চিত্রায়িত করা হয়েছে উড়াল সিনেমায়।

জানা গেছে, সিনেমার কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর। বেশির ভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে। এটি নির্মাতা জোবায়দুর রহমানেরও প্রথম সিনেমা। এমনকি, ‘উড়াল’ দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের।

আরও জানা গেছে, কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর। বেশির ভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এ সিনেমা দিয়ে। তারা হলেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আব্দুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুলসহ অনেকে।

ঢাকায় অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে কেন্দ্রীয় শিল্পীদের। সৈয়দপুর ও পার্বতীপুর থেকে ওয়ার্কশপের মাধ্যমে নেওয়া হয়েছে বাকি শিল্পীদের।

এ বিষয়ে নির্মাতা বলেন, ‘আমাদের সিনেমায় আঞ্চলিক ভাষার ব্যবহার আছে। চেষ্টা করেছি যে এলাকার গল্প, সেখানে শুটিং করার। তাই সেখানকার স্থানীয় নাট্যদল থেকে ওয়ার্কশপের মাধ্যমে শিল্পী বাছাই করা হয়েছে। আর যাঁরা কেন্দ্রীয় চরিত্রে আছেন, তাদের গ্রুমিং করানো হয়েছে। শুটিংয়ে তারা একসঙ্গে থেকেছেন, ভাগ করে খাবার খেয়েছেন। পর্দায় বন্ধুত্বের সেই রসায়নটা দেখতে পাবেন দর্শকেরা।’

সিনেমাটি নিয়ে অভিনেতা মাহফুজ মুন্না বলেন, ‘আমি মনে করি শুদ্ধ বন্ধুত্বের কারণে পৃথিবীটা এখনো সুন্দর। বাল্যকালের বন্ধুত্বটা ধীরে ধীরে হারিয়ে যায়। এই সিনেমায় বন্ধুর জন্য চ্যালেঞ্জ নেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, বন্ধুর প্রতি ভালোবাসা ও মর্যাদা খুঁজে পাবে দর্শক।’

মূলত সিনেমাটি বন্ধু দিবস (৪ আগস্ট) উপলক্ষে মুক্তি পাচ্ছে। এ বিষয়ে নির্মাতা জোবায়দুর বলেন, ‘বন্ধুদের কেন্দ্র রেখে দেশে খুব একটা ছবি হয় না। একঝাঁক তরুণকে নিয়ে ছবিটি নির্মিত হয়েছে, মনেপ্রাণে যারা উড়তে চান। বন্ধু দিবসকে উদ্‌যাপন করার জন্য এর চেয়ে আর ভালো মুহূর্ত হতে পারে না।’

বলা প্রয়োজন, ‘উড়াল’ সিনেমাটি মুক্তি পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে। তবে দর্শক চাহিদা বিবেচনায় পরবর্তীতে সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে।