রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে লক্ষ করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একটি ককটেল চার্চের প্রধান ফটকে বিস্ফোরিত হয়। আরেকটি চার্চের ভেতরে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।
শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটে অবিস্ফোরিত ককটেল বোমাটি নিষ্ক্রিয় করে।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত বাংলা ট্রিবিউনকে বলেন, রাত ১০টা ২৫ মিনিটে মোটরসাইকেল থেকে দুটি ককটেল চার্চের দিকে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একটি গেইটে বিস্ফোরণ হয়। অন্যটি চার্চের গেটের ভেতরে ঝোপঝাড়ে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিটে সেটিকে নিষ্ক্রিয় করে।
এসআই সুশান্ত জানান, ঘটনার পর আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে অপরাধের গ্রেফতারে চেষ্টা চলছে।
Sangbad365 Admin 












