সম্প্রতি প্রাথমিক শিক্ষায় সংগীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ছায়ানট মনে করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য দুটি বিষয়ই অপরিহার্য।
সংগঠনটির সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, উদার ও সহিষ্ণু সমাজ গড়ার জন্য সংগীতশিক্ষা ও শরীরচর্চার কোনও বিকল্প নেই।
সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ছায়ানট অনুরোধ জানাচ্ছে।
অনুরোধেই দায়িত্ব শেষ করছে না দেশের শীর্ষ এই সাংস্কৃতিক সংগঠন। লাইসা আহমদ লিসা জানান, আজ (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিয়োগ বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানোর নিমিত্তে ছায়ানট সংস্কৃতি-ভবনের সম্মুখে শিল্পী-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সংগীত পরিবেশন করবেন।
বলা জরুরি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্টি করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ দুটি ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার মুখে বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ দুটি পদ বাদ দেওয়ার পাশাপাশি ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’ এ কিছু ‘শব্দগত পরিবর্তন’ও আনা হয়েছে।
Sangbad365 Admin 












