রাঙামাটির বাঘাইছড়ির মাচালং এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন পর্যটকরা। উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের মাচালং বাজারে সড়ক পানিতে তলিয়ে যায়। এতে সাজেকে দেড়শর কিছু বেশি পর্যটক আটকে পড়েন।
অন্যদিকে, এদিন আড়াইশর কিছু বেশি পর্যটক যারা যেতে চেয়েছিলেন। তারাও মাচালং বাজার থেকে ফেরত আসেন খাগড়াছড়িতে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক পর্যটন রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ। তিনি বলেন, ‘গতকাল খুব বেশি পর্যটক সাজেকে যাননি। যাদের জরুরি প্রয়োজন ছিল তারা মাচালং বাজার থেকে নৌকা পার হয়ে খাগড়াছড়ি ফিরেছেন। তবে আজ কেউ সাজেকে প্রবেশ করেনি।’
খাগড়াছড়ি জিপ মালিক সমিতির অফিসের লাইনম্যান সৈকত জানান, সকাল-দুপুর মিলে সাদা পিকআপ ১০, দুটি চাঁদের গাড়ি ও আটটি সাফারি গাড়ি মাচালং থেকে ফিরে আসে। সব মিলে ২৫০ থেকে ৩০০ পর্যটক হবে।
Sangbad365 Admin 














