০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৬ দল নিয়ে ১৯ ডিসেম্বর শুরু বিপিএল, নতুন দল নোয়াখালী এক্সপ্রেস 

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৬০১৯ Time View

৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএলের ১২তম আসর। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দিনক্ষণ নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইফতেখার রহমান মিঠু।

এর আগে ৫টি ফ্র্যাঞ্চাইজির কথা জানিয়েছিল বিসিবি। কিন্তু নতুন পরিকল্পনার পর মিঠু জানিয়েছেন, স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বাড়াতে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়েছে। পাশাপাশি সূচি তৈরির ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। কারণ, পাঁচ দল নিয়ে প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজন কঠিন হয়ে উঠছিল।

নোয়াখালী এক্সপ্রেস নতুন দল হিসেবে যোগ দিচ্ছে এবারের আসরে। অন্যান্য দল হলো—ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস।

মিঠু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নতুন একটি পরিকল্পনা হচ্ছে, সিলেট থেকে টুর্নামেন্ট শুরু করার চেষ্টা করছি। ফাইনালের সম্ভাব্য তারিখ ১৬ জানুয়ারি। আর ১৭ ডিসেম্বর ঢাকায় ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে।’

১২ বছর পর আবারও বিপিএলে খেলোয়াড়দের নিলাম পদ্ধতি ফিরছে। মিঠু নিশ্চিত করেছেন, আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। ২০১২ ও ২০১৩ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে খেলোয়াড়দের নিলামের মাধ্যমে নেওয়া হয়েছিল। এরপর টানা নয় আসরে ব্যবহার করা হয় ড্রাফট পদ্ধতি।

 

ট্যাগঃ
জনপ্রিয় খবর

৬ দল নিয়ে ১৯ ডিসেম্বর শুরু বিপিএল, নতুন দল নোয়াখালী এক্সপ্রেস 

সময়ঃ ১২:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএলের ১২তম আসর। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দিনক্ষণ নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইফতেখার রহমান মিঠু।

এর আগে ৫টি ফ্র্যাঞ্চাইজির কথা জানিয়েছিল বিসিবি। কিন্তু নতুন পরিকল্পনার পর মিঠু জানিয়েছেন, স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বাড়াতে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়েছে। পাশাপাশি সূচি তৈরির ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। কারণ, পাঁচ দল নিয়ে প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজন কঠিন হয়ে উঠছিল।

নোয়াখালী এক্সপ্রেস নতুন দল হিসেবে যোগ দিচ্ছে এবারের আসরে। অন্যান্য দল হলো—ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস।

মিঠু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নতুন একটি পরিকল্পনা হচ্ছে, সিলেট থেকে টুর্নামেন্ট শুরু করার চেষ্টা করছি। ফাইনালের সম্ভাব্য তারিখ ১৬ জানুয়ারি। আর ১৭ ডিসেম্বর ঢাকায় ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে।’

১২ বছর পর আবারও বিপিএলে খেলোয়াড়দের নিলাম পদ্ধতি ফিরছে। মিঠু নিশ্চিত করেছেন, আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। ২০১২ ও ২০১৩ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে খেলোয়াড়দের নিলামের মাধ্যমে নেওয়া হয়েছিল। এরপর টানা নয় আসরে ব্যবহার করা হয় ড্রাফট পদ্ধতি।