০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে চুরির অভিযোগে কারারক্ষী গ্রেপ্তার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১৬০১৪ Time View
গ্রেপ্তার কারারক্ষী

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়া ও কারারক্ষীদের পোশাক সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে মো. আরিফ চৌধুরী (২৮) নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলায় আরিফ চৌধুরীকে একমাত্র আসামি করা হয়। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, ১৬ জুলাই ভোররাতে কারাগার থেকে এসব সরঞ্জাম চুরি হয়। ঘটনার পরপরই কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। পরে তারা সদর থানায় জানায়। পুলিশ গতকাল শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কারারক্ষী আরিফ চৌধুরী সরঞ্জাম চুরির ঘটনা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজ রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আরিফের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, একটি শীতের জ্যাকেটসহ মোট ১০ ধরনের সরকারি কারা সরঞ্জাম জব্দ করা হয়।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

গোপালগঞ্জে চুরির অভিযোগে কারারক্ষী গ্রেপ্তার

সময়ঃ ১২:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
গ্রেপ্তার কারারক্ষী

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়া ও কারারক্ষীদের পোশাক সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে মো. আরিফ চৌধুরী (২৮) নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলায় আরিফ চৌধুরীকে একমাত্র আসামি করা হয়। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, ১৬ জুলাই ভোররাতে কারাগার থেকে এসব সরঞ্জাম চুরি হয়। ঘটনার পরপরই কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। পরে তারা সদর থানায় জানায়। পুলিশ গতকাল শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কারারক্ষী আরিফ চৌধুরী সরঞ্জাম চুরির ঘটনা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজ রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আরিফের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, একটি শীতের জ্যাকেটসহ মোট ১০ ধরনের সরকারি কারা সরঞ্জাম জব্দ করা হয়।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।