০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ নেতাকে বাড়িতে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৬০২২ Time View
মোহাম্মদ সৈকত ও ইনসেটে আলাউদ্দিন বেদন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে নিজ বাড়িতে আত্মগোপনে আশ্রয় দেওয়ার অভিযোগে মোহাম্মদ সৈকত নামে তাঁতী দলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত সৈকত দ্বীপ উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ছিলেন।

তিনি একই ইউনিয়নের মজু মাঝি চেয়ারম্যান বাড়ির মো. জসিমের ছেলে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে জেলা তাঁতী দলের সদস্য সচিব অ্যাডভোকেট মোরশেদ আলম নিপু এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্য সচিব অ্যাডভোকেট মোরশেদ আলম নিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

বহিষ্কার পত্রে উল্লেখ করা হয়, বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সৈকত দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ ইউনিট কমিটিকে সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় সতর্ক করা হয়েছে।

জানা যায়, ৩১ জুলাই ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে ১০টি ককটেলসহ নাশকতার চেষ্টার অভিযোগে আটক হন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন। তিনি সৈকতের ফুফা। আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

এ বিষয়ে বহিষ্কৃত সৈকত বলেন, আমি মূলত একজন ব্যবসায়ী। বাড়িতে তেমন থাকি না, বেশি সময় দোকানে থাকি। পরে শুনেছি তিনি (আলাউদ্দিন বেদন) সাত–আটদিন আগে আমাদের বাড়িতে এসেছেন এবং বাড়ির অন্য ঘরে বিয়ে করেছেন। তিনি বাড়িতে অবস্থান করছিলেন, এটা আমরা কেউ জানতাম না। জানলে অবশ্যই পুলিশকে জানাতাম।

জেলা তাঁতী দলের সদস্য সচিব অ্যাডভোকেট মোরশেদ আলম নিপু বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাকে নিজ বাড়িতে আত্মগোপনে রাখার সুযোগ করে দেওয়ায় মোহাম্মদ সৈকতকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা কমিটিকেও সতর্ক করা হয়েছে।

এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আ.লীগ নেতাকে বাড়িতে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার

সময়ঃ ১২:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
মোহাম্মদ সৈকত ও ইনসেটে আলাউদ্দিন বেদন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে নিজ বাড়িতে আত্মগোপনে আশ্রয় দেওয়ার অভিযোগে মোহাম্মদ সৈকত নামে তাঁতী দলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত সৈকত দ্বীপ উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ছিলেন।

তিনি একই ইউনিয়নের মজু মাঝি চেয়ারম্যান বাড়ির মো. জসিমের ছেলে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে জেলা তাঁতী দলের সদস্য সচিব অ্যাডভোকেট মোরশেদ আলম নিপু এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্য সচিব অ্যাডভোকেট মোরশেদ আলম নিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

বহিষ্কার পত্রে উল্লেখ করা হয়, বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সৈকত দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ ইউনিট কমিটিকে সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় সতর্ক করা হয়েছে।

জানা যায়, ৩১ জুলাই ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে ১০টি ককটেলসহ নাশকতার চেষ্টার অভিযোগে আটক হন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন। তিনি সৈকতের ফুফা। আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

এ বিষয়ে বহিষ্কৃত সৈকত বলেন, আমি মূলত একজন ব্যবসায়ী। বাড়িতে তেমন থাকি না, বেশি সময় দোকানে থাকি। পরে শুনেছি তিনি (আলাউদ্দিন বেদন) সাত–আটদিন আগে আমাদের বাড়িতে এসেছেন এবং বাড়ির অন্য ঘরে বিয়ে করেছেন। তিনি বাড়িতে অবস্থান করছিলেন, এটা আমরা কেউ জানতাম না। জানলে অবশ্যই পুলিশকে জানাতাম।

জেলা তাঁতী দলের সদস্য সচিব অ্যাডভোকেট মোরশেদ আলম নিপু বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাকে নিজ বাড়িতে আত্মগোপনে রাখার সুযোগ করে দেওয়ায় মোহাম্মদ সৈকতকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা কমিটিকেও সতর্ক করা হয়েছে।

এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।