০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা, আটক ২

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ১৬০১৫ Time View

সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দাবি অনুযায়ী, গরু চুরি করে যমুনা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা দুইজনকে ধরে ফেলে গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। মরদেহ দুটি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। তাদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, শোনা যাচ্ছে, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে আনা হচ্ছিল। পথিমধ্যে চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা, আটক ২

সময়ঃ ১২:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দাবি অনুযায়ী, গরু চুরি করে যমুনা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা দুইজনকে ধরে ফেলে গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। মরদেহ দুটি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। তাদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, শোনা যাচ্ছে, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে আনা হচ্ছিল। পথিমধ্যে চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।