০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১৬০২৫ Time View

ঝিনাইদহ: ভারতে অবৈধভাবে বসবাসরত ১১ বাংলাদেশিকে আটকের পর ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।  

বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বুধবার বেলা ১১টার সময় ভারতের সীমান্তের ৫৯ বিএসএফ ব্যাটেলিয়নের রণঘাট ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। ফেরত পাঠানো ১১ বাংলাদেশির মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে।

বিজিবি জানিয়েছে, আটক ১১ জন অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ ৫৯ ব্যাটেলিয়নের ক্যাম্প কমান্ডার বিজিবিকে আটকদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সরবরাহ করে।

বিজিবি সেসব তথ্য যাচাই শেষে আটক ১১ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৫৩/এমপি সংলগ্ন শূন্য লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের মহেশপুর সীমান্তের মাটিলা বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদেরকে আটক দেখিয়ে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, বিএসএফের হাতে আটক ১১ বাংলাদেশিকে গ্রহণ করার পর বিজিবি তাদেরকে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

ঝিনাইদহ সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

সময়ঃ ১২:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ঝিনাইদহ: ভারতে অবৈধভাবে বসবাসরত ১১ বাংলাদেশিকে আটকের পর ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।  

বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বুধবার বেলা ১১টার সময় ভারতের সীমান্তের ৫৯ বিএসএফ ব্যাটেলিয়নের রণঘাট ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। ফেরত পাঠানো ১১ বাংলাদেশির মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে।

বিজিবি জানিয়েছে, আটক ১১ জন অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ ৫৯ ব্যাটেলিয়নের ক্যাম্প কমান্ডার বিজিবিকে আটকদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সরবরাহ করে।

বিজিবি সেসব তথ্য যাচাই শেষে আটক ১১ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৫৩/এমপি সংলগ্ন শূন্য লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের মহেশপুর সীমান্তের মাটিলা বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদেরকে আটক দেখিয়ে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, বিএসএফের হাতে আটক ১১ বাংলাদেশিকে গ্রহণ করার পর বিজিবি তাদেরকে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।