০৯:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১৬০৩০ Time View

বরিশাল মহানগরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নগরের নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক অরুণ চন্দ্র শীল (৪০) বরিশাল নগরের কলেজ অ্যাভিনিউ এলাকার ভাড়াটিয়া ও ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা প্রকাশ চন্দ্র শীলের ছেলে।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, কাঠ বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। নথুল্লাবাদ এলাকার আল্লাহর দান হোটেলের সামনে থেকে ট্রাকটিকে পাশ কাটিয়ে যেতে চান মোটরসাইকেল চালক অরুণ চন্দ্র শীল। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন তিনি।

স্থানীয়রা উদ্ধার করে অরুণকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

সময়ঃ ১২:০০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

বরিশাল মহানগরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নগরের নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক অরুণ চন্দ্র শীল (৪০) বরিশাল নগরের কলেজ অ্যাভিনিউ এলাকার ভাড়াটিয়া ও ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা প্রকাশ চন্দ্র শীলের ছেলে।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, কাঠ বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। নথুল্লাবাদ এলাকার আল্লাহর দান হোটেলের সামনে থেকে ট্রাকটিকে পাশ কাটিয়ে যেতে চান মোটরসাইকেল চালক অরুণ চন্দ্র শীল। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন তিনি।

স্থানীয়রা উদ্ধার করে অরুণকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।