০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

২০০ টাকা চাওয়ায় স্বামীর কিল-ঘুষিতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ১৬০২০ Time View

খুলনার সোনাডাঙ্গা থানাধীন বয়রায় স্বামীর কাছে ভাইয়ের পাওনা টাকা চাওয়ায় চাঁদনী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বয়রা ইসলামীয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে।

পরে গৃহবধূকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী মাসুদ পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাসুদ ও চাঁদনী দম্পতি সোনাডাঙ্গা থানাধীন বয়রা ইসলামীয়া কলেজ এলাকার বাসিন্দা প্যারিসের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। মাসুদ পেশায় একজন রাজমিস্ত্রী।

প্রায়ই তাদের সংসারে কলহ বেঁধে থাকত। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে মাসুদ তার স্ত্রীকে কিল-ঘুষি মারেন। এতে স্ত্রী চাঁদনী গুরুতর অসুস্থ হয়ে পড়লে মাসুদ অসুস্থ স্ত্রীকে রেখেই ঘর থেকে বের হয়ে যান। পরে স্থানীয়রা চাঁদনীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

চাঁদনীর ভাই হৃদয় জানান, ঘটনার সময় আমি বোনের বাড়িতেই অবস্থান করছিলাম। সামান্য ঘটনা নিয়ে প্রায়ই আমার বোনকে মারধর করত স্বামী মাসুদ। আজও একই ঘটনা ঘটে। তাকে মেরে আহত করার পর থেকে মাসুদ বাড়ি থেকে লাপাত্তা হয়ে যায়। ঘটনার পর থেকে তাকে আর ওই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ’

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, চাঁদনীর ভাইয়ের কাছ থেকে স্বামী মাসুদ কয়েকদিন আগে দুইশ টাকা ধার নেয়। মঙ্গলবার সন্ধ্যায় ওই পাওনা টাকার চাওয়ার জন্য হৃদয় মাসুদ-চাঁদনীর বাড়িতে যায়। পাওনা টাকা চাওয়া মাত্র হাত দিয়ে মাসুদ তার স্ত্রীর ডান চোয়ালে আঘাত করলে ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চাঁদনীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী মাসুদ পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আমাদের ফরেন পলিসিকে আউটসোর্স করে রাখা ছিল: প্রেস সচিব

২০০ টাকা চাওয়ায় স্বামীর কিল-ঘুষিতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

সময়ঃ ১২:১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

খুলনার সোনাডাঙ্গা থানাধীন বয়রায় স্বামীর কাছে ভাইয়ের পাওনা টাকা চাওয়ায় চাঁদনী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বয়রা ইসলামীয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে।

পরে গৃহবধূকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী মাসুদ পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাসুদ ও চাঁদনী দম্পতি সোনাডাঙ্গা থানাধীন বয়রা ইসলামীয়া কলেজ এলাকার বাসিন্দা প্যারিসের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। মাসুদ পেশায় একজন রাজমিস্ত্রী।

প্রায়ই তাদের সংসারে কলহ বেঁধে থাকত। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে মাসুদ তার স্ত্রীকে কিল-ঘুষি মারেন। এতে স্ত্রী চাঁদনী গুরুতর অসুস্থ হয়ে পড়লে মাসুদ অসুস্থ স্ত্রীকে রেখেই ঘর থেকে বের হয়ে যান। পরে স্থানীয়রা চাঁদনীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

চাঁদনীর ভাই হৃদয় জানান, ঘটনার সময় আমি বোনের বাড়িতেই অবস্থান করছিলাম। সামান্য ঘটনা নিয়ে প্রায়ই আমার বোনকে মারধর করত স্বামী মাসুদ। আজও একই ঘটনা ঘটে। তাকে মেরে আহত করার পর থেকে মাসুদ বাড়ি থেকে লাপাত্তা হয়ে যায়। ঘটনার পর থেকে তাকে আর ওই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ’

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, চাঁদনীর ভাইয়ের কাছ থেকে স্বামী মাসুদ কয়েকদিন আগে দুইশ টাকা ধার নেয়। মঙ্গলবার সন্ধ্যায় ওই পাওনা টাকার চাওয়ার জন্য হৃদয় মাসুদ-চাঁদনীর বাড়িতে যায়। পাওনা টাকা চাওয়া মাত্র হাত দিয়ে মাসুদ তার স্ত্রীর ডান চোয়ালে আঘাত করলে ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চাঁদনীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী মাসুদ পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।