ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রীর শ্রাবন্তী চ্যাটার্জি। আসছে দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দেবী চৌধুরাণী’।
সিনেমার মুক্তি উপলক্ষ্যে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমা ও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন, কীভাবে সামলেছেন? এমন প্রশ্নে শ্রাবন্তী বলেন, এখন আর গায়ে মাখি না। আর আমার মনে হয়, ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা রয়েছে। যেমন ঝিনুক হওয়ার পাঁচ বছর পরে আবার আমি কাজে ফিরি। তখন আমার মাত্র ২১ বছর বয়স। তবে এটা সত্যি, ১৬ বছরটা মা হওয়ার জন্য খুবই কম বয়স। ওটা বাড়াবাড়ি।
শ্রাবন্তী জানান, আসলে আমরা মা-ছেলের থেকে বেশি বন্ধু তারা। মাত্র তো ১৬ বছরের পার্থক্য! ছেলের বন্ধুরা তো আমারই বন্ধু! দু-একজন ছাড়া আর কেউ ‘আন্টি’ বলে না। আমি ওদের সবার দিদি।
উল্লেখ্য, অনিরুদ্ধ দাশগুপ্ত এবং অপর্ণা দাশগুপ্তের প্রযোজনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরাণী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। এতে আরও অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, এবং অর্জুন চক্রবর্তী প্রমুখ।
এনএটি
Sangbad365 Admin 













