০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রশ্নপত্র দেওয়ার কথা বলে প্রতারণা, যুবক গ্রেপ্তার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০০৭ Time View

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে মো. স্বাধীন মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও আটটি সিম জব্দ করা হয়।

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফে এসব তথ্য জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট) সৈয়দ হারুন অর রশিদ।

তিনি জানান, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি টিম সোশ্যাল মিডিয়া মনিটরিং করার সময় ‘জাহিদ খান (অল এক্সাম হেল্পার)’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস ও সরবরাহের চটকদার পোস্ট নজরে আসে। সেগুলো মধ্যে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদের এমসিকিউ পরীক্ষা ইত্যাদির ‘১০০% কমন অরিজিনাল কপি’ পোস্ট রয়েছে।

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিষয়টি নজরে এলে গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ফেসবুক আইডি চালানো স্বাধীনের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় একটি ফেক প্রোফাইল পরিচালনা করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে অগ্রিম অর্থ নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন তিনি। এভাবে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশ/নগদ/রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশিদ আরও জানান, গ্রেপ্তার স্বাধীনের ‘জাহিদ খান’ নামের ওই ফেসবুক অ্যাকাউন্টে নামের পাশে ব্র্যাকেটে লেখা আছে ‘অল এক্সাম হেল্পার’। বায়োতে লেখা আছে, ‘টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহ করি, রেজাল্ট পরিবর্তন করে দেই। হেল্প লাগলে ইনবক্স করুন। ’ স্বাধীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রশ্নপত্র দেওয়ার কথা বলে প্রতারণা, যুবক গ্রেপ্তার

সময়ঃ ১২:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে মো. স্বাধীন মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও আটটি সিম জব্দ করা হয়।

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফে এসব তথ্য জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট) সৈয়দ হারুন অর রশিদ।

তিনি জানান, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি টিম সোশ্যাল মিডিয়া মনিটরিং করার সময় ‘জাহিদ খান (অল এক্সাম হেল্পার)’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস ও সরবরাহের চটকদার পোস্ট নজরে আসে। সেগুলো মধ্যে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদের এমসিকিউ পরীক্ষা ইত্যাদির ‘১০০% কমন অরিজিনাল কপি’ পোস্ট রয়েছে।

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিষয়টি নজরে এলে গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ফেসবুক আইডি চালানো স্বাধীনের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় একটি ফেক প্রোফাইল পরিচালনা করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে অগ্রিম অর্থ নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন তিনি। এভাবে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশ/নগদ/রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশিদ আরও জানান, গ্রেপ্তার স্বাধীনের ‘জাহিদ খান’ নামের ওই ফেসবুক অ্যাকাউন্টে নামের পাশে ব্র্যাকেটে লেখা আছে ‘অল এক্সাম হেল্পার’। বায়োতে লেখা আছে, ‘টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহ করি, রেজাল্ট পরিবর্তন করে দেই। হেল্প লাগলে ইনবক্স করুন। ’ স্বাধীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।