১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় শুটারগানসহ যুবক গ্রেপ্তার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০২৩ Time View
আশুলিয়ায় শুটারগানসহ যুবক গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগানসহ মো. রাকিব (২০) নামের দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় সহিদ নামের আরও একজন পালিয়ে যায়।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা  মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্য নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। এছড়া পলাতক সহিদ একই উপজেলার বালুরচর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় একদল দুষ্কৃতকারী অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পালানোর চেষ্টা করলে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ রাকিব নামের যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় সহিদ নামের আরেকজন পালিয়ে যায়। এ ঘটনায় রাকিবকে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার রাকিবসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে পলাতক সহিদকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।  

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

আশুলিয়ায় শুটারগানসহ যুবক গ্রেপ্তার

সময়ঃ ১২:০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
আশুলিয়ায় শুটারগানসহ যুবক গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগানসহ মো. রাকিব (২০) নামের দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় সহিদ নামের আরও একজন পালিয়ে যায়।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা  মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্য নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। এছড়া পলাতক সহিদ একই উপজেলার বালুরচর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় একদল দুষ্কৃতকারী অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পালানোর চেষ্টা করলে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ রাকিব নামের যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় সহিদ নামের আরেকজন পালিয়ে যায়। এ ঘটনায় রাকিবকে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার রাকিবসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে পলাতক সহিদকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।  

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।