০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পিআর পদ্ধতিতে না হলে জামায়াতে ইসলামী নির্বাচনে যাবে না

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০৩৬ Time View

বাগেরহাট: বাগেরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা ও বাগেরহাট পৌর জামায়াতের উদ্যোগে শহরের দশানি ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়।

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় দশানী মোড়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী গণজমায়েত ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়েতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বেশিরভাগ মানুষ ও দল পিআর পদ্ধিতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে কোন ভোট চুরি ও স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে, জামায়াতে ইসলামী নির্বাচনের বিষয়ে সরকারকে কোনো সহিযোগিতা করবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা।

জামায়েত ইসলামী ঘোষিত ৫ দফা দাবিগুলো হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এদিকে একই দাবিতে মোরেলগঞ্জ, কচুয়া, ফকিরহাট, মোংলাসহ জেলার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

পিআর পদ্ধতিতে না হলে জামায়াতে ইসলামী নির্বাচনে যাবে না

সময়ঃ ১২:০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাট: বাগেরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা ও বাগেরহাট পৌর জামায়াতের উদ্যোগে শহরের দশানি ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়।

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় দশানী মোড়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী গণজমায়েত ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়েতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বেশিরভাগ মানুষ ও দল পিআর পদ্ধিতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে কোন ভোট চুরি ও স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে, জামায়াতে ইসলামী নির্বাচনের বিষয়ে সরকারকে কোনো সহিযোগিতা করবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা।

জামায়েত ইসলামী ঘোষিত ৫ দফা দাবিগুলো হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এদিকে একই দাবিতে মোরেলগঞ্জ, কচুয়া, ফকিরহাট, মোংলাসহ জেলার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।