০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০২২ Time View

জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হেলাল বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ঢাকা-৮ আসনের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে একটি করে নগর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। পিজি হাসপাতাল দেশের প্রতিটি হাসপাতালকে আধুনিক ও উন্নতমানের করে গড়ে তোলা হবে। বিদেশে উন্নত স্বাস্থ্যসেবা দেশেই ব্যবস্থা করা হবে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ না করে জাতিকে সেই বার্তাই দিয়েছেন। আগামীতে জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশেই আধুনিক উন্নত সব চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী চার দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তারমধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। জামায়াতে ইসলামী দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। কারণ ইসলামের শিক্ষা হচ্ছে সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মানুষ হিসেবে প্রতিটি নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা লাভ করবে।

রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রের উন্নয়নে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আগামীতে জনগণের সমর্থনে কাজ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এজন্য জনগণ আমাদের সুযোগ দিলে আমরা জাতিকে একটি বৈষম্যহীন আধুনিক কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দেবো।
 
বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মুতাছিম বিল্লাহ’র পরিচালনায় ও থানা সেক্রেটারি ইমাম হোসেনর ব্যবস্থাপনায় আরামবাগ হাইস্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

টিএ/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল

সময়ঃ ১২:০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হেলাল বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ঢাকা-৮ আসনের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে একটি করে নগর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। পিজি হাসপাতাল দেশের প্রতিটি হাসপাতালকে আধুনিক ও উন্নতমানের করে গড়ে তোলা হবে। বিদেশে উন্নত স্বাস্থ্যসেবা দেশেই ব্যবস্থা করা হবে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ না করে জাতিকে সেই বার্তাই দিয়েছেন। আগামীতে জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশেই আধুনিক উন্নত সব চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী চার দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তারমধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। জামায়াতে ইসলামী দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। কারণ ইসলামের শিক্ষা হচ্ছে সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মানুষ হিসেবে প্রতিটি নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা লাভ করবে।

রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রের উন্নয়নে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আগামীতে জনগণের সমর্থনে কাজ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এজন্য জনগণ আমাদের সুযোগ দিলে আমরা জাতিকে একটি বৈষম্যহীন আধুনিক কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দেবো।
 
বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মুতাছিম বিল্লাহ’র পরিচালনায় ও থানা সেক্রেটারি ইমাম হোসেনর ব্যবস্থাপনায় আরামবাগ হাইস্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

টিএ/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।