০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে কী আছে?

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০৩৫ Time View
সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প

গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে তার এই প্রস্তাব তুলে ধরেন।

এর আগে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানান।

ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, গাজা একটি অস্থায়ী সরকারের অধীনে পরিচালিত হবে এবং ইসরাইয়েল উপত্যকাটি দখল করবে না।

কাউকে গাজা ত্যাগ করতে বাধ্য করা হবে না। গাজা পুনর্নির্মাণ করা হবে।

যদি উভয় পক্ষ এই প্রস্তাব মেনে চলে, যুদ্ধ অবিলম্বে শেষ হবে। হামাস সব জিম্মিকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দেবে।

আর ইসরায়েল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এর সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক এক হাজার ৭০০ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে।

এই সময়ে ইসরাইলি সেনাদের ধাপে ধাপে পূর্ণ প্রত্যাহারের প্রস্তুতির জন্য সমস্ত সামরিক কার্যক্রম স্থগিত থাকবে।

শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হামাস সদস্যরা মুক্তি পাবেন। অন্যদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হবে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে। নির্ধারিত মাত্রায় ত্রাণ গাজায় যাবে।

যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহাবস্থানের জন্য আলাপ-আলোচনা সহজ করবে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সূর্যাস্তের আগে যেতে না পারায় স্মৃতিসৌধে তারেকের পক্ষে নেতাদের শ্রদ্ধা নিবেদন

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে কী আছে?

সময়ঃ ১২:০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প

গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে তার এই প্রস্তাব তুলে ধরেন।

এর আগে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানান।

ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, গাজা একটি অস্থায়ী সরকারের অধীনে পরিচালিত হবে এবং ইসরাইয়েল উপত্যকাটি দখল করবে না।

কাউকে গাজা ত্যাগ করতে বাধ্য করা হবে না। গাজা পুনর্নির্মাণ করা হবে।

যদি উভয় পক্ষ এই প্রস্তাব মেনে চলে, যুদ্ধ অবিলম্বে শেষ হবে। হামাস সব জিম্মিকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দেবে।

আর ইসরায়েল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এর সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক এক হাজার ৭০০ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে।

এই সময়ে ইসরাইলি সেনাদের ধাপে ধাপে পূর্ণ প্রত্যাহারের প্রস্তুতির জন্য সমস্ত সামরিক কার্যক্রম স্থগিত থাকবে।

শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হামাস সদস্যরা মুক্তি পাবেন। অন্যদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হবে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে। নির্ধারিত মাত্রায় ত্রাণ গাজায় যাবে।

যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহাবস্থানের জন্য আলাপ-আলোচনা সহজ করবে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।