ফিলিস্তিনের গাজা অভিমুখী নৌবহরের ‘আলমা’ নামের জাহাজটিতে ইসরায়েলি আক্রমণ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজে থাকা শহিদুল আলম বলেছেন, এইমাত্র সংবাদ আসল, আলমার ওপর আক্রমণ হয়েছে।
এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি। সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট দিতে চেষ্টা করছি।
বুধবার (১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
শহিদুল আলম জানান, আলমা একবারে শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার ওপর যা হচ্ছে, তা আমাদের ওপর হবে, এই অনুমান করা যায়। সে কারণে এটা আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, ফ্লোটিলার প্রধান নৌযান ‘কনশানস’। গত মঙ্গলবার ইতালির একটি বন্দর থেকে এটাতে ওঠেন শহিদুল আলম।
এমজেএফ
Sangbad365 Admin 













