জাতীয় ক্রিকেট লিগ এনসিএলে অসাধারণ এক ইনিংস খেললেন ঢাকা মেট্রোর সাদমান ইসলাম। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং, নিখুঁত টাইমিং আর স্ট্রোকপ্লের ঝলকে তিনি করেন এক অনন্য সেঞ্চুরি।
৬১ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ১১টি চারের সঙ্গে ৪টি ছক্কার দৃষ্টিনন্দন শট।
বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে তার সঙ্গী মাহফিজুল ইসলামও খেলেন চোখ ধাঁধানো ৪৯ বলে ৭৯ রানের ইনিংস। যার ওপর ভর করে ঢাকার ইনিংস দাঁড়িয়ে যায় ১৯৭ রানে। বরিশালের বোলার রুয়েল মিয়া, সোহাগ গাজীরা বারবার চেষ্টা করেও থামাতে পারেননি আগ্রাসী ওপেনারদের। ইনিংসের শেষদিকে ইফতেখার হোসেন ইফতি একাই ৪ উইকেট নিয়ে কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি কাজে লাগেনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভেঙে পড়ে বরিশাল ডিভিশন। ঢাকা মেট্রোর বোলারদের শৃঙ্খলিত আক্রমণে একে একে বিদায় হন ব্যাটাররা। আবু হায়দার রনি ২ উইকেট, রাকিবুল হাসান ২ উইকেট ও তরুণ মারুফ মৃধার ৩ উইকেটের দাপটে ১৮ ওভারের আগেই অলআউট হয় বরিশাল।
আজমির আহমেদ ২৬ রানের লড়াকু ইনিংস খেললেও সঙ্গ দিতে পারেননি কেউ। ফজলে মাহমুদ ও জাহিদুজ্জামান কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু ঢাকার আক্রমণাত্মক বোলিংয়ের সামনে তাদের প্রচেষ্টা বিফলে যায়।
শেষ পর্যন্ত ৯৬ রানের বিশাল ব্যবধানে সহজ জয় পায় ঢাকা মেট্রো। ব্যাটে-বলে পূর্ণ নিয়ন্ত্রণে থেকে ম্যাচটিতে দাপট দিয়েই বরিশালকে হারায় তারা।
এফবি/এমএইচএম
Sangbad365 Admin 













