০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বদলি নীতিমালা দ্রুত বাস্তবায়ন চার এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৬০১৫ Time View
সংবাদ সম্মেলন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের দ্রুত বদলি নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিটি অব টিচার্স।

রোববার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র এ এইচ বাবলু। তিনি বলেন, এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরের বিদ্যালয়ে কর্মরত। ২০১৫ সালের নিয়োগ নীতিমালার ৭ নম্বর ধারা অনুযায়ী তারা পরবর্তী নিয়োগে আবেদন করে কর্মস্থল পরিবর্তনের সুযোগ পেতেন। কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই সেই ধারা হঠাৎ বাতিল করা হয়।

তিনি অভিযোগ করেন, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষকরা দীর্ঘদিন ধরে মানসিক ও পারিবারিক সংকটে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরে বারবার যোগাযোগ করেও কার্যকর পদক্ষেপ পাননি তারা।

সংগঠনের নেতারা জানান, দীর্ঘ আন্দোলন ও দাবি-দাওয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪ প্রণয়ন করা হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে নীতিমালা বাস্তবায়ন শুরু হবে। কিন্তু নির্ধারিত সময় ১৫ সেপ্টেম্বর শূন্যপদের তালিকা প্রকাশ না হওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এ এইচ বাবলু আরও বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহ শেষ হলেও এখনও শূন্যপদের তালিকা প্রকাশ হয়নি। বহুবার অনুরোধের পরও কোনো সাড়া না পেয়ে রোববার সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ অক্টোবরের মধ্যে শূন্যপদের তালিকা প্রকাশ না হলে, ২৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহৎ অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইউনিটি অব টিচার্স।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

বদলি নীতিমালা দ্রুত বাস্তবায়ন চার এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

সময়ঃ ১২:০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
সংবাদ সম্মেলন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের দ্রুত বদলি নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিটি অব টিচার্স।

রোববার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র এ এইচ বাবলু। তিনি বলেন, এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরের বিদ্যালয়ে কর্মরত। ২০১৫ সালের নিয়োগ নীতিমালার ৭ নম্বর ধারা অনুযায়ী তারা পরবর্তী নিয়োগে আবেদন করে কর্মস্থল পরিবর্তনের সুযোগ পেতেন। কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই সেই ধারা হঠাৎ বাতিল করা হয়।

তিনি অভিযোগ করেন, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষকরা দীর্ঘদিন ধরে মানসিক ও পারিবারিক সংকটে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরে বারবার যোগাযোগ করেও কার্যকর পদক্ষেপ পাননি তারা।

সংগঠনের নেতারা জানান, দীর্ঘ আন্দোলন ও দাবি-দাওয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪ প্রণয়ন করা হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে নীতিমালা বাস্তবায়ন শুরু হবে। কিন্তু নির্ধারিত সময় ১৫ সেপ্টেম্বর শূন্যপদের তালিকা প্রকাশ না হওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এ এইচ বাবলু আরও বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহ শেষ হলেও এখনও শূন্যপদের তালিকা প্রকাশ হয়নি। বহুবার অনুরোধের পরও কোনো সাড়া না পেয়ে রোববার সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ অক্টোবরের মধ্যে শূন্যপদের তালিকা প্রকাশ না হলে, ২৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহৎ অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইউনিটি অব টিচার্স।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।