০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লাইনচ্যুত ট্রেন উদ্ধার কাজ শেষে বাড়ি ফেরা হলো না প্রকৌশলীর

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৬০১৬ Time View
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মোজাম্মেল হক

সিলেটের মোগলাবাজারে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক (৪৭) নামে রেলওয়ের এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।  

বুধবার (৮ অক্টোবর) ভোর ৬টার দিকে সড়কপথে মোটরসাইকেলযোগে কুলাউড়া ফেরার সময় উপজেলার বরমচাল শ্রীপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত মোজাম্মেল হক জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা। তিনি কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকো ইনচার্জ নজরুল ইসলাম জানান, মোগলাবাজারে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ রাত সাড়ে ৩টার দিকে শেষ হয়। উদ্ধারকৃত ট্রেনের ইঞ্জিন ও তিনটি কোচ সিলেট রেলওয়ে স্টেশনের ডকে নেওয়া হয়। এরপর ভোরে মোটরসাইকেলযোগে কুলাউড়ায় ফিরছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক। তিনি মোটরসাইকেলের পেছনে ছিলেন, আর চালকের আসনে ছিলেন ট্রলিম্যান।  

পথে বরমচাল এলাকায় এলে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন মোজাম্মেল হক ও ট্রলিম্যান। তাদের উদ্ধার করে স্থানীয় মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।  

স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।

মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

লাইনচ্যুত ট্রেন উদ্ধার কাজ শেষে বাড়ি ফেরা হলো না প্রকৌশলীর

সময়ঃ ১২:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মোজাম্মেল হক

সিলেটের মোগলাবাজারে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক (৪৭) নামে রেলওয়ের এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।  

বুধবার (৮ অক্টোবর) ভোর ৬টার দিকে সড়কপথে মোটরসাইকেলযোগে কুলাউড়া ফেরার সময় উপজেলার বরমচাল শ্রীপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত মোজাম্মেল হক জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা। তিনি কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকো ইনচার্জ নজরুল ইসলাম জানান, মোগলাবাজারে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ রাত সাড়ে ৩টার দিকে শেষ হয়। উদ্ধারকৃত ট্রেনের ইঞ্জিন ও তিনটি কোচ সিলেট রেলওয়ে স্টেশনের ডকে নেওয়া হয়। এরপর ভোরে মোটরসাইকেলযোগে কুলাউড়ায় ফিরছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক। তিনি মোটরসাইকেলের পেছনে ছিলেন, আর চালকের আসনে ছিলেন ট্রলিম্যান।  

পথে বরমচাল এলাকায় এলে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন মোজাম্মেল হক ও ট্রলিম্যান। তাদের উদ্ধার করে স্থানীয় মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।  

স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।

মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।