০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অন্যতম প্রতিবন্ধকতা অজ্ঞতা: ডা. বিধান রঞ্জন 

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৬০৩৩ Time View
ডা. বিধান রঞ্জন 

ঢাকা: মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গেলে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে অজ্ঞতা—এ মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে মনোরোগবিদ্যা বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. বিধান রঞ্জন বলেন, সাধারণ জনগণ অনেক সময় মানসিক স্বাস্থ্যসেবা নিতে চান না। কারণ তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং সেবার ধরন সম্পর্কে জানেন না। অথচ, যদি যথাযথভাবে বোঝানো যায়, তাহলে তারা আগ্রহী হন।

তিনি বলেন, শিক্ষিত মানুষের মাঝেও মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা রয়েছে। এমনকি, অনেক চিকিৎসক পরিবারেও সদস্যরা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন, তবু সেবা নিচ্ছেন না। এটি অত্যন্ত দুঃখজনক।

জনগণ এবং নীতিনির্ধারকদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিদ্যালয়গুলোতেও ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এম এম এ সালাউদ্দিন কাউসার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের মহাসচিব প্রফেসর ডা. নিজাম উদ্দিন ও ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের পরিচালক প্রফেসর ডা. মাহবুবুর রহমান।

আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অন্যতম প্রতিবন্ধকতা অজ্ঞতা: ডা. বিধান রঞ্জন 

সময়ঃ ১২:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
ডা. বিধান রঞ্জন 

ঢাকা: মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গেলে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে অজ্ঞতা—এ মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে মনোরোগবিদ্যা বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. বিধান রঞ্জন বলেন, সাধারণ জনগণ অনেক সময় মানসিক স্বাস্থ্যসেবা নিতে চান না। কারণ তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং সেবার ধরন সম্পর্কে জানেন না। অথচ, যদি যথাযথভাবে বোঝানো যায়, তাহলে তারা আগ্রহী হন।

তিনি বলেন, শিক্ষিত মানুষের মাঝেও মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা রয়েছে। এমনকি, অনেক চিকিৎসক পরিবারেও সদস্যরা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন, তবু সেবা নিচ্ছেন না। এটি অত্যন্ত দুঃখজনক।

জনগণ এবং নীতিনির্ধারকদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিদ্যালয়গুলোতেও ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এম এম এ সালাউদ্দিন কাউসার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের মহাসচিব প্রফেসর ডা. নিজাম উদ্দিন ও ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের পরিচালক প্রফেসর ডা. মাহবুবুর রহমান।

আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।