০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান-উত্তেজনা, পুলিশের রাবার বুলেটে আহত ৩

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৬০১০ Time View
কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান-উত্তেজনা, পুলিশের রাবার বুলেটে আহত ৩

চট্টগ্রামের খুলশী থানার জিইসি এলাকায় শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে একটি কনসার্ট চলাকালীন পুলিশের রাবার বুলেটে তিনজন আহত হয়েছেন। উত্তেজনা তৈরি হয় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে।

 

আহতরা হলেন মো. রাজু (৩৩), আল হোসেন কালু (২৫) ও নাজির শরীফ (২৩)। তাদের তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হোন্ডা কোম্পানি তাদের নতুন মোটরসাইকেলের প্রচারণায় ‘মোটরসাইকেল টেস্ট রাইড অ্যান্ড ফ্রি সার্ভিস ক্যাম্প’ নামে সকাল ১১টা থেকে একটি ফ্রি ইভেন্ট আয়োজন করেছিল। কর্মসূচির শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল ৬টার দিকে আর্টসেল ব্যান্ডের পরিবেশনা শুরু হয়।

রাত পৌনে ৮টার দিকে ভিড় বেড়ে যাওয়ায় পুলিশ আয়োজকদের কনসার্ট শেষ করার নির্দেশ দেয়। তখন কিছু দর্শক ‘জয় বাংলা’ স্লোগান দেন, আর অপর একটি পক্ষ ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার শুরু করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দর্শকদের একটি অংশ পুলিশ ও কনভেনশন সেন্টারের ফটকের দিকে ইট-পাটকেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ব্যবহার করলে তিনজন আহত হন।

গুলিবর্ষণের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। উপস্থিত কয়েকজন দর্শক দাবি করেন, স্লোগানকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে এসব দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।

ঘটনার বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি)-এর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান-উত্তেজনা, পুলিশের রাবার বুলেটে আহত ৩

সময়ঃ ১২:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান-উত্তেজনা, পুলিশের রাবার বুলেটে আহত ৩

চট্টগ্রামের খুলশী থানার জিইসি এলাকায় শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে একটি কনসার্ট চলাকালীন পুলিশের রাবার বুলেটে তিনজন আহত হয়েছেন। উত্তেজনা তৈরি হয় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে।

 

আহতরা হলেন মো. রাজু (৩৩), আল হোসেন কালু (২৫) ও নাজির শরীফ (২৩)। তাদের তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হোন্ডা কোম্পানি তাদের নতুন মোটরসাইকেলের প্রচারণায় ‘মোটরসাইকেল টেস্ট রাইড অ্যান্ড ফ্রি সার্ভিস ক্যাম্প’ নামে সকাল ১১টা থেকে একটি ফ্রি ইভেন্ট আয়োজন করেছিল। কর্মসূচির শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল ৬টার দিকে আর্টসেল ব্যান্ডের পরিবেশনা শুরু হয়।

রাত পৌনে ৮টার দিকে ভিড় বেড়ে যাওয়ায় পুলিশ আয়োজকদের কনসার্ট শেষ করার নির্দেশ দেয়। তখন কিছু দর্শক ‘জয় বাংলা’ স্লোগান দেন, আর অপর একটি পক্ষ ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার শুরু করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দর্শকদের একটি অংশ পুলিশ ও কনভেনশন সেন্টারের ফটকের দিকে ইট-পাটকেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ব্যবহার করলে তিনজন আহত হন।

গুলিবর্ষণের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। উপস্থিত কয়েকজন দর্শক দাবি করেন, স্লোগানকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে এসব দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।

ঘটনার বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি)-এর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।