০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাটোর বোডিংয়ের রুমে পড়েছিল ব্যবসায়ীর লাশ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১৬০১২ Time View
ছবি: প্রতীকী

নাটোর: জেলা শহরের নীচা বাজার এলাকায় নাটোর বোডিং থেকে মো. আনোয়ার পারভেজ (৫৬) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১২ অক্টোবর) দিনগত রাতে বোডিং এর চারতলার ৬২ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

মৃত আনোয়ার পারভেজ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পুষ্ট কামারী এলাকার জলু মিয়ার ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বাংলানিউজকে জানান, আনোয়ার পারভেজ ব্যবসার কাজে নাটোর এসে শনিবার (১১ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে নাটোর বোডিংয়ের চারতলায় ৬২ নম্বর কক্ষ রাত্রীযাপনের জন্য ভাড়া নেন। এরপর থেকে তিরি রুম থেকে বের না হলে রোববার সন্ধ্যায় বোডিং থেকে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষটির দরজা ভেঙে তার লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।  

এদিকে তার ছেলে রবিন মিয়া মোবাইল ফোনে জানান, তার বাবা ব্যবসার কাজে শনিবার নাটোর এসেছিলেন। তিনি গোল্ড প্লেটের একজন ব্যবসায়ী ছিলেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

নাটোর বোডিংয়ের রুমে পড়েছিল ব্যবসায়ীর লাশ

সময়ঃ ১২:০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
ছবি: প্রতীকী

নাটোর: জেলা শহরের নীচা বাজার এলাকায় নাটোর বোডিং থেকে মো. আনোয়ার পারভেজ (৫৬) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১২ অক্টোবর) দিনগত রাতে বোডিং এর চারতলার ৬২ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

মৃত আনোয়ার পারভেজ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পুষ্ট কামারী এলাকার জলু মিয়ার ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বাংলানিউজকে জানান, আনোয়ার পারভেজ ব্যবসার কাজে নাটোর এসে শনিবার (১১ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে নাটোর বোডিংয়ের চারতলায় ৬২ নম্বর কক্ষ রাত্রীযাপনের জন্য ভাড়া নেন। এরপর থেকে তিরি রুম থেকে বের না হলে রোববার সন্ধ্যায় বোডিং থেকে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষটির দরজা ভেঙে তার লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।  

এদিকে তার ছেলে রবিন মিয়া মোবাইল ফোনে জানান, তার বাবা ব্যবসার কাজে শনিবার নাটোর এসেছিলেন। তিনি গোল্ড প্লেটের একজন ব্যবসায়ী ছিলেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।