আধুনিক নকশা ও সবুজ ছোঁয়া
‘সাফা মারওয়া বাই টিম’ প্রকল্পে থাকছে দুটি ৮ তলাবিশিষ্ট আবাসিক ভবন। প্রতিটি ফ্লোরের আয়তন ২ হাজার ৮৫০ বর্গফুট। প্রশস্ত ফরমাল লিভিং, ফ্যামিলি লিভিং, ডাইনিং, কিচেন, ইউটিলিটির সঙ্গে থাকছে স্টাফ রুম ও টয়লেট। দক্ষিণমুখী খোলা বাতাসে আর বালু নদের মৃদু হাওয়ায় আপনার ঘর হয়ে উঠবে স্বস্তির ঠিকানা।
এ ছাড়া প্রতিটি ভবনের ছাদ সাজানো থাকবে সবুজের সমারোহে। যেখানে থাকবে রুফটপ সিটিং এরিয়া, বারবিকিউ জোন ও মেডিটেশন স্পেস, যা প্রশান্তি আর নির্জনতার সঙ্গে মিলিয়ে দেবে প্রকৃতির ছোঁয়া।