দেশের হয়ে খেলার পাশাপাশি ১৯৭০ থেকে ১৯৭৭ পর্যন্ত ইংল্যান্ডের কাউন্টি দল কেন্টের হয়েও খেলেছেন জুলিয়েন। তবে ১৯৮২-৮৩ সালে বর্ণবৈষম্যের সময় দক্ষিণ আফ্রিকা সফর করা বিদ্রোহী ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেওয়ার পর থেমে যায় তাঁর ক্যারিয়ার।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড. কিশোর শ্যালো বলছেন, ‘বার্নার্ড জুলিয়েনের পরিবার, বন্ধু আর আপনজনদের প্রতি রইল গভীর সমবেদনা। তাঁর চলে যাওয়া আমাদের মনে করিয়ে দেয়—যে জীবন কোনো উদ্দেশ্যে নিবেদিত, তা আসলে কখনো শেষ হয় না। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই শোকের সময়ে তাঁর পরিবারের পাশে আছে।’
Sangbad365 Admin 













