০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বছরের পর বছর যায়, ডাগআউটে রয়ে যান তাঁরা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৬০২৯ Time View

ক্লাব ফুটবলে কোচ ছাঁটাইয়ের সংস্কৃতি বেশ পুরোনো। বলা হয়ে থাকে, কোচদের ব্যাগ সব সময় গোছানোই থাকে। একটা ম্যাচ হারলেন, সমর্থকেরা দুয়ো দিলেন, রাতেই ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দিল চাকরি নেই। ফুটবলের এই যুগে, যেখানে তাৎক্ষণিক ফলাফল আর নির্দয় বরখাস্তই নিয়ম হয়ে দাঁড়িয়েছে, সেখানে কোচদের দীর্ঘ সময় ধরে দায়িত্বে থাকা যেন এক দুর্লভ ঘটনা।

তবে দুর্লভ ঘটনার মধ্যেই কেউ কেউ গড়ে তোলেন সম্পূর্ণ বিপরীত দৃষ্টান্ত। এই কোচরা ক্লাবের একাধিক প্রশাসনিক রদবদলের মধ্যেও বছরের পর বছর ডাগআউটে হয়ে ওঠেন বিকল্পহীন। তাঁরা গড়ে তুলেছেন উত্তরাধিকার, প্রতিষ্ঠা করেছেন ক্লাবের পরিচয়ও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের এমনই দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে যাওয়া পাঁচ কোচের গল্প শুনুন আজ।

ট্যাগঃ

বছরের পর বছর যায়, ডাগআউটে রয়ে যান তাঁরা

সময়ঃ ১২:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ক্লাব ফুটবলে কোচ ছাঁটাইয়ের সংস্কৃতি বেশ পুরোনো। বলা হয়ে থাকে, কোচদের ব্যাগ সব সময় গোছানোই থাকে। একটা ম্যাচ হারলেন, সমর্থকেরা দুয়ো দিলেন, রাতেই ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দিল চাকরি নেই। ফুটবলের এই যুগে, যেখানে তাৎক্ষণিক ফলাফল আর নির্দয় বরখাস্তই নিয়ম হয়ে দাঁড়িয়েছে, সেখানে কোচদের দীর্ঘ সময় ধরে দায়িত্বে থাকা যেন এক দুর্লভ ঘটনা।

তবে দুর্লভ ঘটনার মধ্যেই কেউ কেউ গড়ে তোলেন সম্পূর্ণ বিপরীত দৃষ্টান্ত। এই কোচরা ক্লাবের একাধিক প্রশাসনিক রদবদলের মধ্যেও বছরের পর বছর ডাগআউটে হয়ে ওঠেন বিকল্পহীন। তাঁরা গড়ে তুলেছেন উত্তরাধিকার, প্রতিষ্ঠা করেছেন ক্লাবের পরিচয়ও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের এমনই দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে যাওয়া পাঁচ কোচের গল্প শুনুন আজ।