মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৩৩, ১ আগস্ট ২০২৫ আপডেট: ২২:৫১, ১ আগস্ট ২০২৫
ফাইল ফটো
মাদারীপুর জেলার শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহার আলীকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) তাকে প্রত্যাহার করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মাদারীপুর পুলিশ সুপার মো. নাঈমুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘প্রশাসনিক কারণে শিবচর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।’’
এর আগে, গত ৯ জুলাই শিবচর থানার ওসি হিসেবে যোগদান করেন আজহার আলী সুমন। যোগদানের ২২ দিনের মাথায় তাকে প্রত্যাহার করা হলো।
ঢাকা/বেলাল/রাজীব
Sangbad365 Admin 















