০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আইয়ুব বাচ্চুর জন্মদিনে কনসার্টে গাইবেন পিজিত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ১৬০০৬ Time View

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ১৬ আগস্ট ২০২৫  

উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট, ‘গিটারের জাদুকর’খ্যাত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর আজ ৬৪তম জন্মবার্ষিকী। দিনটিকে ঘিরে প্রতিবছরের মতো এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করছেন তার ভক্ত ও অনুরাগীরা।

চট্টগ্রামে বিশেষ আয়োজন করেছে সাউন্ড ইভোলেশন। আগামী ১৭ আগস্ট চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হবে ‘ট্রিবিউট টু এবি’ শিরোনামের কনসার্ট। এখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রায় ১২টি ব্যান্ড আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান পরিবেশন করবে।

কনসার্টে অংশ নেবে ব্যান্ড ফিডব্যাক, ক্ষ্যাপার দল, পিজিত অ্যান্ড ব্যান্ড, চাটগাঁসহ আরও অনেকে।

ব্যান্ড ‘চাটগাঁ’র প্রধান সংগীতশিল্পী পিজিত মহাজন বলেন, “বাচ্চু ভাইয়ের গান শুনে আর স্টেজে তার গান গেয়েই আমার বেড়ে ওঠা। এখন ঢাকায় নিয়মিত সংগীত নিয়ে কাজ করছি। এবির সঙ্গে একসঙ্গে কনসার্ট করার স্মৃতিও রয়েছে আমার। আশাকরি দারুণ একটি সংগীত সন্ধ্যা হবে। বহুদিন পর চট্টগ্রামের সব সংগীতশিল্পীর মিলনমেলা ঘটবে। বস বেঁচে থাকবেন গানে গানে শত বছর।”

রাহাত//

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আইয়ুব বাচ্চুর জন্মদিনে কনসার্টে গাইবেন পিজিত

সময়ঃ ১২:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ১৬ আগস্ট ২০২৫  

উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট, ‘গিটারের জাদুকর’খ্যাত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর আজ ৬৪তম জন্মবার্ষিকী। দিনটিকে ঘিরে প্রতিবছরের মতো এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করছেন তার ভক্ত ও অনুরাগীরা।

চট্টগ্রামে বিশেষ আয়োজন করেছে সাউন্ড ইভোলেশন। আগামী ১৭ আগস্ট চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হবে ‘ট্রিবিউট টু এবি’ শিরোনামের কনসার্ট। এখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রায় ১২টি ব্যান্ড আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান পরিবেশন করবে।

কনসার্টে অংশ নেবে ব্যান্ড ফিডব্যাক, ক্ষ্যাপার দল, পিজিত অ্যান্ড ব্যান্ড, চাটগাঁসহ আরও অনেকে।

ব্যান্ড ‘চাটগাঁ’র প্রধান সংগীতশিল্পী পিজিত মহাজন বলেন, “বাচ্চু ভাইয়ের গান শুনে আর স্টেজে তার গান গেয়েই আমার বেড়ে ওঠা। এখন ঢাকায় নিয়মিত সংগীত নিয়ে কাজ করছি। এবির সঙ্গে একসঙ্গে কনসার্ট করার স্মৃতিও রয়েছে আমার। আশাকরি দারুণ একটি সংগীত সন্ধ্যা হবে। বহুদিন পর চট্টগ্রামের সব সংগীতশিল্পীর মিলনমেলা ঘটবে। বস বেঁচে থাকবেন গানে গানে শত বছর।”

রাহাত//