১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন পর্যন্ত সব পরীক্ষা স্থগিতের অনুরোধ সাদিক কায়েমের

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৬০১২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে সব ধরনের পরীক্ষা বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। 

রবিবার (২৪ আগস্ট) সকালে ঢাবির ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এই কথা জানান তিনি।

সাদিক কায়েম বলেন, “বিশ্ববিদ্যালয়ে সব বিভাগেই কমবেশি পরীক্ষা রয়েছে। যার কারণে আমাদের নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। তাই পরীক্ষাগুলো নির্বাচনের পর নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছি।” নির্বাচনে জয়ী হলে হল এবং ক্যন্টিনে খাবারের দাম ও মান নিয়ে কাজ করবেন বলেও জানান এই ভিপি প্রার্থী।

তিনি অভিযোগ করে বলেন, “নারী প্রার্থীদের সাইবার বুলিং, হ্যারেসমেন্ট করা হচ্ছে। যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”

এ সময় অভিযোগ করে একই প্যানেলের জিএস প্রার্থী ও ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ বলেন, “প্যানেলের নারী প্রার্থীদের নিয়ে অপপ্রচার, ভিডিও এডিট, ইত্যাদি অবমাননাকর, হয়রানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে। তাও আবার একটি দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। দায়িত্বশীল জায়গা থেকে এসব কাজ করা নিন্দনীয়।”

তিনি আরো বলেন, “নির্বাচনী আচরণবিধি অনেকেই লঙ্ঘন করছেন, নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নিচ্ছে না। কমিশন একটি দলের পক্ষপাতমূলক আচরণ করছে, আগেও করেছে।”

ছাত্রদলের বট আইডি নিয়ে বক্তব্য নিয়ে ফরহাদ বলেন, “আমাদের কোনো সদস্য এমন কাজে জড়িত নয়। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা ব্যবস্থা নেব।”
 

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আমাদের ফরেন পলিসিকে আউটসোর্স করে রাখা ছিল: প্রেস সচিব

ডাকসু নির্বাচন পর্যন্ত সব পরীক্ষা স্থগিতের অনুরোধ সাদিক কায়েমের

সময়ঃ ১২:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে সব ধরনের পরীক্ষা বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। 

রবিবার (২৪ আগস্ট) সকালে ঢাবির ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এই কথা জানান তিনি।

সাদিক কায়েম বলেন, “বিশ্ববিদ্যালয়ে সব বিভাগেই কমবেশি পরীক্ষা রয়েছে। যার কারণে আমাদের নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। তাই পরীক্ষাগুলো নির্বাচনের পর নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছি।” নির্বাচনে জয়ী হলে হল এবং ক্যন্টিনে খাবারের দাম ও মান নিয়ে কাজ করবেন বলেও জানান এই ভিপি প্রার্থী।

তিনি অভিযোগ করে বলেন, “নারী প্রার্থীদের সাইবার বুলিং, হ্যারেসমেন্ট করা হচ্ছে। যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”

এ সময় অভিযোগ করে একই প্যানেলের জিএস প্রার্থী ও ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ বলেন, “প্যানেলের নারী প্রার্থীদের নিয়ে অপপ্রচার, ভিডিও এডিট, ইত্যাদি অবমাননাকর, হয়রানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে। তাও আবার একটি দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। দায়িত্বশীল জায়গা থেকে এসব কাজ করা নিন্দনীয়।”

তিনি আরো বলেন, “নির্বাচনী আচরণবিধি অনেকেই লঙ্ঘন করছেন, নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নিচ্ছে না। কমিশন একটি দলের পক্ষপাতমূলক আচরণ করছে, আগেও করেছে।”

ছাত্রদলের বট আইডি নিয়ে বক্তব্য নিয়ে ফরহাদ বলেন, “আমাদের কোনো সদস্য এমন কাজে জড়িত নয়। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা ব্যবস্থা নেব।”