১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৫০০ ছুঁয়ে সাকিবের রেকর্ডময় ‘ডাবল’, অলরাউন্ড পারফরম‌্যান্সে হলেন ম‌্যান অব দ‌্য ম‌্যাচ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ১৬০১২ Time View

সাকিব আল হাসানের বলে ছক্কা হাঁকালে উইকেটও হারাতে হয়, ক্রিকেট প্রেমিদের মুখে-মুখে এমন কথার ‘চলন’ আছে। যা সম্পূর্ণই ‘মিথ’। তবে অতীতে এমন কিছু দেখা গেছে কয়েকবার। আবার কখনো হয়নি-ও।   

রোববার ক‌্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এমন কিছুরই দেখা মিলল। সাকিবের বলে ছক্কা হাঁকানোর দুই বল পরই মোহাম্মদ রিজওয়ান সহজ ক‌্যাচ দেন সাকিবের হাতে। বল মুঠোবন্দি করতেই ইতিহাসের অক্ষয় কালিতে সাকিব লিখে ফেলেন নিজের নাম। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের স্বাদ পেয়েছেন বাংলাদেশের সুপারস্টার। ক্রিকেট বিশ্বের পঞ্চম বোলার হিসেবে সাকিব ৫০০ উইকেটের দেখা পেলেন। তার উপরে আছেন ইমরান তাহির (৫৫৪), সুনীল নারিন (৫৯০), ডোয়াইন ব্রাভো (৬৩১) ও রশিদ খান (৬৬০)।

তবে তাদেরকে ছাড়িয়ে অনন‌্য এক নজির গড়েছেন সাকিব। অসাধারণ এক ডাবলে নিজের নাম তুলেছেন। ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট এবং ৭০০০ রানের কীর্তি গড়েছেন সাকিব। 

৭০০০ রান সাকিব অনেক আগেই ছুঁয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৫৬ ম‌্যাচে তার রান ৭৫৮৫। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম‌্যাটে ৭ হাজারের বেশি রান আছে আরো অনেক ক্রিকেটারেই। তবে বোলিংয়ে একই সঙ্গে ৫০০ উইকেট পাননি আর কেউ। 

সাকিব এলিট ক্লাব খুললেন রোববার। অ‌্যান্টিগা ও বারবুডা ফ‌্যালকনসের হয়ে এদিন ১৫তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। নিজের প্রথম ওভারে সেন্ট কিটস ও নেভিস পেট্রিয়টসের ব‌্যাটসম‌্যান রিজওয়ানের উইকেট নিয়ে রেকর্ডের পাতায় নাম তোলেন। 

আগের চার ম‌্যাচে তার উইকেট ছিল কেবল ১টি। রেকর্ড গড়ার দিনে দ্বিতীয় ওভারে বোলিংয়ে ফিরে আরো ২ উইকেট নেন। সব মিলিয়ে ২ ওভার হাত ঘুরিয়ে ১১ রানে ৩ উইকেট নেন। জ্বলে উঠার দিনে সাকিব ছিলেন দলের সেরা।  

ব‌্যাটিংয়েও দায়িত্বশীল ছিলেন সাকিব। দলের অতি গুরুত্বপূর্ণ সময়ে ব‌্যাটিংয়ে নেমে ১৭ বলে ২৫ রান করেন। বাঁহাতি স্পিনার আশমেয়াদ নেডকে ছক্কা ও চার উড়ান চোখের পলকে। পূরণ করেন সিপিএলে ৫০০ রানের মাইলফলক। পরে নাসিম শাহকে ফ্লিক করে ছক্কা উড়িয়ে দলের রান একশতে নিয়ে যান বাঁহাতি ব‌্যাটসম‌্যান। দলের জয়ের থেকে ২৮ রান দূরে থাকতে সাকিব আউট হন বিডাইসির বলে। তার অলরাউন্ড পারফরম‌্যান্সে জয়ে ফিরেছে অ‌্যান্টিগা। 

সেন্ট কিটসকে ১৩৩ রানে আটকে রেখে অ‌্যান্টিগা ম‌্যাচ জিতে নেয় ৭ উইকেটে। ইতিহাস গড়ার দিনে মৌসুমের প্রথম ম‌্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাকিব। যা টি-টোয়েন্টিতে তার ৪৪তম ম‌্যাচ সেরার পুরস্কার। 

নিজের বোলিং কীর্তি নিয়ে সাকিব বলেছেন, ‘‘এই মাইলফলকে পৌঁছাতে পেরে আমি খুবই খুশি। আমার দীর্ঘ ক্যারিয়ার, তাই আমি যা অর্জন করেছি তাতে আমি খুশি। আমি খুব বেশি বোলিং করিনি, তাই একটু নার্ভাস ছিলাম। যেটাই করি দলের হয়ে অবদান রাখতে চেয়েছিলাম।’’

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আমাদের ফরেন পলিসিকে আউটসোর্স করে রাখা ছিল: প্রেস সচিব

৫০০ ছুঁয়ে সাকিবের রেকর্ডময় ‘ডাবল’, অলরাউন্ড পারফরম‌্যান্সে হলেন ম‌্যান অব দ‌্য ম‌্যাচ

সময়ঃ ১২:০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

সাকিব আল হাসানের বলে ছক্কা হাঁকালে উইকেটও হারাতে হয়, ক্রিকেট প্রেমিদের মুখে-মুখে এমন কথার ‘চলন’ আছে। যা সম্পূর্ণই ‘মিথ’। তবে অতীতে এমন কিছু দেখা গেছে কয়েকবার। আবার কখনো হয়নি-ও।   

রোববার ক‌্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এমন কিছুরই দেখা মিলল। সাকিবের বলে ছক্কা হাঁকানোর দুই বল পরই মোহাম্মদ রিজওয়ান সহজ ক‌্যাচ দেন সাকিবের হাতে। বল মুঠোবন্দি করতেই ইতিহাসের অক্ষয় কালিতে সাকিব লিখে ফেলেন নিজের নাম। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের স্বাদ পেয়েছেন বাংলাদেশের সুপারস্টার। ক্রিকেট বিশ্বের পঞ্চম বোলার হিসেবে সাকিব ৫০০ উইকেটের দেখা পেলেন। তার উপরে আছেন ইমরান তাহির (৫৫৪), সুনীল নারিন (৫৯০), ডোয়াইন ব্রাভো (৬৩১) ও রশিদ খান (৬৬০)।

তবে তাদেরকে ছাড়িয়ে অনন‌্য এক নজির গড়েছেন সাকিব। অসাধারণ এক ডাবলে নিজের নাম তুলেছেন। ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট এবং ৭০০০ রানের কীর্তি গড়েছেন সাকিব। 

৭০০০ রান সাকিব অনেক আগেই ছুঁয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৫৬ ম‌্যাচে তার রান ৭৫৮৫। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম‌্যাটে ৭ হাজারের বেশি রান আছে আরো অনেক ক্রিকেটারেই। তবে বোলিংয়ে একই সঙ্গে ৫০০ উইকেট পাননি আর কেউ। 

সাকিব এলিট ক্লাব খুললেন রোববার। অ‌্যান্টিগা ও বারবুডা ফ‌্যালকনসের হয়ে এদিন ১৫তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। নিজের প্রথম ওভারে সেন্ট কিটস ও নেভিস পেট্রিয়টসের ব‌্যাটসম‌্যান রিজওয়ানের উইকেট নিয়ে রেকর্ডের পাতায় নাম তোলেন। 

আগের চার ম‌্যাচে তার উইকেট ছিল কেবল ১টি। রেকর্ড গড়ার দিনে দ্বিতীয় ওভারে বোলিংয়ে ফিরে আরো ২ উইকেট নেন। সব মিলিয়ে ২ ওভার হাত ঘুরিয়ে ১১ রানে ৩ উইকেট নেন। জ্বলে উঠার দিনে সাকিব ছিলেন দলের সেরা।  

ব‌্যাটিংয়েও দায়িত্বশীল ছিলেন সাকিব। দলের অতি গুরুত্বপূর্ণ সময়ে ব‌্যাটিংয়ে নেমে ১৭ বলে ২৫ রান করেন। বাঁহাতি স্পিনার আশমেয়াদ নেডকে ছক্কা ও চার উড়ান চোখের পলকে। পূরণ করেন সিপিএলে ৫০০ রানের মাইলফলক। পরে নাসিম শাহকে ফ্লিক করে ছক্কা উড়িয়ে দলের রান একশতে নিয়ে যান বাঁহাতি ব‌্যাটসম‌্যান। দলের জয়ের থেকে ২৮ রান দূরে থাকতে সাকিব আউট হন বিডাইসির বলে। তার অলরাউন্ড পারফরম‌্যান্সে জয়ে ফিরেছে অ‌্যান্টিগা। 

সেন্ট কিটসকে ১৩৩ রানে আটকে রেখে অ‌্যান্টিগা ম‌্যাচ জিতে নেয় ৭ উইকেটে। ইতিহাস গড়ার দিনে মৌসুমের প্রথম ম‌্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাকিব। যা টি-টোয়েন্টিতে তার ৪৪তম ম‌্যাচ সেরার পুরস্কার। 

নিজের বোলিং কীর্তি নিয়ে সাকিব বলেছেন, ‘‘এই মাইলফলকে পৌঁছাতে পেরে আমি খুবই খুশি। আমার দীর্ঘ ক্যারিয়ার, তাই আমি যা অর্জন করেছি তাতে আমি খুশি। আমি খুব বেশি বোলিং করিনি, তাই একটু নার্ভাস ছিলাম। যেটাই করি দলের হয়ে অবদান রাখতে চেয়েছিলাম।’’