০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মিথিলার মুকুটে নতুন পালক

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৬০০৮ Time View

নতুন পরিচয়ে আলোচনায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শুধু অভিনেত্রী নন, তার নামের আগে জুড়ে গেছে আরো একটি বিশেষ উপাধি, তা হলো—‘ডক্টর’। সম্প্রতি পিএইচডি থিসিস শেষ করে এই সাফল্যের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। 

মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে সুসংবাদটি দিয়েছেন মিথিলা। তাতে দেখা যায়, জেনেভা ইউনিভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন মিথিলা। আরেকটি ছবিতে ধরা পড়েছে তার থিসিস পেপার। 

মিথিলা লিখেছেন, “জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলতার সঙ্গে শেষ করতে পেরে আমি আবেগে আপ্লুত এবং গর্বিত। পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি হলো, যা ছিল একইসঙ্গে কষ্টের ও আনন্দের।” 

মিথিলা জানান, পূর্ণকালীন ক্যারিয়ার, অভিনয় ও পারিবারিক দায়িত্ব সামলেই এগিয়ে নিয়েছেন এই দীর্ঘ পথচলা। তিনি বলেন, “এটি ছিল এক চূড়ান্ত মাস্টার ক্লাস। নিজেকে কীভাবে হ্যান্ডেল করতে হয় তা গভীরভাবে শিখেছি। পরিবার, বন্ধু আর সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ, যাদের সমর্থনে এই যাত্রা সহজ হয়েছে।” 

পোস্টের শেষে উচ্ছ্বাস প্রকাশ করে মিথিলা লিখেছেন, “আজ থেকে আনুষ্ঠানিকভাবে এবং গর্বের সাথে নামের পাশে ‘ডক্টর’ উপাধি ব্যবহার করতে পারব। এর জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি।” 

একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন মিথিলা। নিজের ভাষায়, অভিনয় করেন কেবল ভালোবাসা থেকে। সম্প্রতি মেয়ে আইরার সঙ্গে একটি প্রসাধনীর বিজ্ঞাপনে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন মা-মেয়ে দুজনই।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আমাদের ফরেন পলিসিকে আউটসোর্স করে রাখা ছিল: প্রেস সচিব

মিথিলার মুকুটে নতুন পালক

সময়ঃ ১২:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

নতুন পরিচয়ে আলোচনায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শুধু অভিনেত্রী নন, তার নামের আগে জুড়ে গেছে আরো একটি বিশেষ উপাধি, তা হলো—‘ডক্টর’। সম্প্রতি পিএইচডি থিসিস শেষ করে এই সাফল্যের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। 

মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে সুসংবাদটি দিয়েছেন মিথিলা। তাতে দেখা যায়, জেনেভা ইউনিভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন মিথিলা। আরেকটি ছবিতে ধরা পড়েছে তার থিসিস পেপার। 

মিথিলা লিখেছেন, “জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলতার সঙ্গে শেষ করতে পেরে আমি আবেগে আপ্লুত এবং গর্বিত। পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি হলো, যা ছিল একইসঙ্গে কষ্টের ও আনন্দের।” 

মিথিলা জানান, পূর্ণকালীন ক্যারিয়ার, অভিনয় ও পারিবারিক দায়িত্ব সামলেই এগিয়ে নিয়েছেন এই দীর্ঘ পথচলা। তিনি বলেন, “এটি ছিল এক চূড়ান্ত মাস্টার ক্লাস। নিজেকে কীভাবে হ্যান্ডেল করতে হয় তা গভীরভাবে শিখেছি। পরিবার, বন্ধু আর সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ, যাদের সমর্থনে এই যাত্রা সহজ হয়েছে।” 

পোস্টের শেষে উচ্ছ্বাস প্রকাশ করে মিথিলা লিখেছেন, “আজ থেকে আনুষ্ঠানিকভাবে এবং গর্বের সাথে নামের পাশে ‘ডক্টর’ উপাধি ব্যবহার করতে পারব। এর জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি।” 

একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন মিথিলা। নিজের ভাষায়, অভিনয় করেন কেবল ভালোবাসা থেকে। সম্প্রতি মেয়ে আইরার সঙ্গে একটি প্রসাধনীর বিজ্ঞাপনে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন মা-মেয়ে দুজনই।