চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২৩:০১, ১ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ২৫ হাজার ৮৬৬ শিক্ষার্থীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “আজ (সোমবার) চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। নির্বাচনে ২৫ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী ভোট দিতে পারবেন। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রত্যেক অনুষদে পাঠানো হয়েছে।”
এর আগে, ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১২ অক্টোবর চাকসুর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চবি প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭০ সালে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।
ঢাকা/মিজান/মেহেদী