প্রকাশিত: ১৭:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ১৭:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তেজনা। এবার সরাসরি হুমকির মুখে পড়লেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফোনে তাকে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য ভয় দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
বিসিবি ইতোমধ্যে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পাশাপাশি সভাপতির নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে বোর্ড। গত বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি দেন। সেখানে উল্লেখ করা হয়, আমিনুল ইসলামকে নিয়মিতভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হয়, ফলে তার জন্য অতিরিক্ত নিরাপত্তা এখন অত্যন্ত জরুরি।
বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেন, কয়েক দিন আগে অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। সেখান থেকে বলা হয়, “ইলেকশনে অংশ না নিলে ভালো হয়।” এতে তিনি স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন।
আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে বুলবুল ঢাকা বিভাগ কিংবা জেলা কাউন্সিলর কোটা থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। নির্বাচনে অংশ না নেওয়ার জন্য তাকে চাপ দেওয়ার গুঞ্জনও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, ৪ অক্টোবরের নির্বাচনে জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল এবং সাবেক সভাপতি ফারুক আহমেদও লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। ফলে ভোটযুদ্ধ এবার বেশ হাই-ভোল্টেজ হওয়ার ইঙ্গিত মিলছে।
ঢাকা/আমিনুল