০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পরবাসে ঘুরে বেড়াচ্ছেন জায়েদ–মাহি, ফের প্রেমের গুঞ্জন

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০০৪ Time View

প্রকাশিত: ১৭:৫০, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খানকে নিয়ে যতটা আলোচনা পর্দায়, তারচেয়েও বেশি তোলপাড় হয় পর্দার বাইরে। কারণ একটাই—প্রেমের গুঞ্জন। অনেকে তো তাকে মজা করে ডাকেন—‘ঢালিউডের প্রেমীক পুরুষ’।

কখনো চিত্রনায়িকা পপি, কখনো মাহিয়া মাহি—নামের তালিকা ছোট নয় মোটেও। তবে এসব গুঞ্জন নিয়ে কোনো সাড়া শব্দ নেই নায়কের। নায়ক থাকেন দিব্যি গা-ছাড়া ভঙ্গিতেই।

এক সময় পপির সঙ্গে নিয়মিত শো, পারফর্ম আর ঘোরাঘুরি— সব জায়গায় একসাথে দেখা যেত জায়েদকে। সেসব দিন এখন ইতিহাস। এরপর হাজির হয় মাহি অধ্যায়। নানা প্রোগ্রাম, হাসি-ঠাট্টা আর একসাথে উপস্থিতি মিলিয়ে শুরু হয় নতুন গল্প। প্রেমের গুঞ্জনও তখন টক অব দ্য টাউন। কিন্তু হঠাৎ করেই থেমে যায় সেই আড্ডা। দীর্ঘদিন আর একসাথে দেখা মেলেনি দুজনের।

বিরতির পর আবার দেখা মিলল দূর আমেরিকায়! একটি ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে হাসি-উজ্জ্বল মুখে ধরা দিলেন মাহি আর জায়েদ। মুহূর্তেই শুরু হয় গুঞ্জন— ‘তাহলে কী পুরনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?’

মাহি বছর খানেক আগে ডিভোর্স নিয়ে এখন আমেরিকায় অবস্থান করছেন। অন্যদিকে জায়েদ খানও বহুদিন ধরে সেখানেই। মানে, এক দেশ, এক শহর, এক মঞ্চ— বাকি শুধু গল্পটা আবার শুরু হওয়ার অপেক্ষা!

তাহলে কী সত্যিই পুরনো প্রেমের নতুন অধ্যায়, নাকি নিছক কাকতালীয় মিলন-উত্তরটা আপাতত তাদের দুজনের কাছেই।তবে ঢালিউডপাড়ায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে প্রেমের গুঞ্জন নিয়ে ফিসফাস।

ঢাকা/রাহাত/এসবি

ট্যাগঃ
জনপ্রিয় খবর

পরবাসে ঘুরে বেড়াচ্ছেন জায়েদ–মাহি, ফের প্রেমের গুঞ্জন

সময়ঃ ১২:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ১৭:৫০, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খানকে নিয়ে যতটা আলোচনা পর্দায়, তারচেয়েও বেশি তোলপাড় হয় পর্দার বাইরে। কারণ একটাই—প্রেমের গুঞ্জন। অনেকে তো তাকে মজা করে ডাকেন—‘ঢালিউডের প্রেমীক পুরুষ’।

কখনো চিত্রনায়িকা পপি, কখনো মাহিয়া মাহি—নামের তালিকা ছোট নয় মোটেও। তবে এসব গুঞ্জন নিয়ে কোনো সাড়া শব্দ নেই নায়কের। নায়ক থাকেন দিব্যি গা-ছাড়া ভঙ্গিতেই।

এক সময় পপির সঙ্গে নিয়মিত শো, পারফর্ম আর ঘোরাঘুরি— সব জায়গায় একসাথে দেখা যেত জায়েদকে। সেসব দিন এখন ইতিহাস। এরপর হাজির হয় মাহি অধ্যায়। নানা প্রোগ্রাম, হাসি-ঠাট্টা আর একসাথে উপস্থিতি মিলিয়ে শুরু হয় নতুন গল্প। প্রেমের গুঞ্জনও তখন টক অব দ্য টাউন। কিন্তু হঠাৎ করেই থেমে যায় সেই আড্ডা। দীর্ঘদিন আর একসাথে দেখা মেলেনি দুজনের।

বিরতির পর আবার দেখা মিলল দূর আমেরিকায়! একটি ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে হাসি-উজ্জ্বল মুখে ধরা দিলেন মাহি আর জায়েদ। মুহূর্তেই শুরু হয় গুঞ্জন— ‘তাহলে কী পুরনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?’

মাহি বছর খানেক আগে ডিভোর্স নিয়ে এখন আমেরিকায় অবস্থান করছেন। অন্যদিকে জায়েদ খানও বহুদিন ধরে সেখানেই। মানে, এক দেশ, এক শহর, এক মঞ্চ— বাকি শুধু গল্পটা আবার শুরু হওয়ার অপেক্ষা!

তাহলে কী সত্যিই পুরনো প্রেমের নতুন অধ্যায়, নাকি নিছক কাকতালীয় মিলন-উত্তরটা আপাতত তাদের দুজনের কাছেই।তবে ঢালিউডপাড়ায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে প্রেমের গুঞ্জন নিয়ে ফিসফাস।

ঢাকা/রাহাত/এসবি