চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেষ হয়েছে।
জানা গেছে, নবাব ফয়জুন্নেছা হলে ১৪টি নির্বাচিত পদের বিপরীতে মোট ১৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ফলে হলটির অধিকাংশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হবেন এবং কয়েকট পদ শূন্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে হলভিত্তিক মনোনয়ন বিতরণের তালিকায় এমন তথ্যই উঠে এসেছে।
এ বিষয়ে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী রাইজিংবিডি ডটকমকে বলেন, “হলটিতে ১৪টি পদের বিপরীতে মোট ১৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তবে ১৪ পদে ১৪ জন ব্যক্তি কি-না তা আমরা এখনো বের করিনি।”
তিনি বলেন, “যতটুকু জেনেছি, জিএস-এজিএস পদে ডাবল মনোনয়নপত্র বিক্রি হয়েছে। অনেক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে। আবার কিছু পদ শূন্য থেকে যাবে।”
“শিক্ষার্থীরা যেমন মনোনয়নপত্র নিয়েছে ফলাফলও তেমনটাই হবে। এতে ভিন্ন কিছু করার সুযোগ নেই,” -যোগ করেন ড. আরিফুল।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শামশুন নাহার হলে ১৪ পদের বিপরীতে মোট মনোনয়নপত্র বিক্রি হয়েছে ২৫টি। এখানে কিছু প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন। এছাড়া ছাত্রীদের প্রীতিলতা হলে ১৪টি পদের বিপরীতে মোট ৩৩টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।
এর আগে, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। তিনদিনে ২৬ পদের বিপরীতে চাকসুতে ৪৮৮টি ও হল সংসদে ২০৬টি আসনের বিপরীতে ৬০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে চাকসু ও হল সংসদে মোট মনোনয়নপত্র বিক্রি হয় ১ হাজার ৮৮টি।