০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০০০ Time View

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৫  

নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সমিতির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যবিপ্রবিসাসের সভাপতি মো. ওয়াশিম আকরামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের চোখ। এই চোখ সত্য দেখলে ও সত্য প্রকাশ করলে সমাজ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ প্রয়োজন। তাদের উচিত আমাদের দোষ-গুণ তুলে ধরা, যাতে প্রশাসনিক কাজে স্বচ্ছতা আসে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণ সাংবাদিকদেরই পথপ্রদর্শক হতে হবে।”

যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক এ টি এম মাহফুজের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, হল প্রধ্যক্ষ, দপ্তর প্রধান, সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বর্ষসেরা ফিচার লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও রাইজিংবিডি সংবাদদাতা মো. ইমদাদুল ইসলাম। উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে তার হাতে এ সম্মাননা তুলে দেন।

ঢাকা/ইমদাদুল/মেহেদী

ট্যাগঃ
জনপ্রিয় খবর

যবিপ্রবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সময়ঃ ১২:০০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৫  

নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সমিতির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যবিপ্রবিসাসের সভাপতি মো. ওয়াশিম আকরামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের চোখ। এই চোখ সত্য দেখলে ও সত্য প্রকাশ করলে সমাজ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ প্রয়োজন। তাদের উচিত আমাদের দোষ-গুণ তুলে ধরা, যাতে প্রশাসনিক কাজে স্বচ্ছতা আসে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণ সাংবাদিকদেরই পথপ্রদর্শক হতে হবে।”

যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক এ টি এম মাহফুজের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, হল প্রধ্যক্ষ, দপ্তর প্রধান, সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বর্ষসেরা ফিচার লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও রাইজিংবিডি সংবাদদাতা মো. ইমদাদুল ইসলাম। উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে তার হাতে এ সম্মাননা তুলে দেন।

ঢাকা/ইমদাদুল/মেহেদী