প্রকাশিত: ২৩:২২, ১৭ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৪৭ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৬ রান করে পাকিস্তান।
ব্যাট হাতে পাকিস্তানের কেবল চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে ফখর জামান ৩৬ বলে ২টি চার ও ৩ ছক্কায় করেন ৫০ রান। শাহীন শাহ আফ্রিদি মাত্র ১৪ বলে ৩টি চার ও ২ ছক্কায় করেন অপরাজিত ২৯ রান। অধিনায়ক সালমান আলি আগা ২ চারে করেন ২০ রান। মোহাম্মদ হারিস ৩ চারে করেন ১৮ রান।
বল হাতে আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকী ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। সিমরানজিত সিং ৪ ওভারে ২৬ রানেন নেন ৩টি উইকেট।
আজকের ম্যাচটি পাকিস্তান ও আরব আমিরাত উভয়ের জন্য বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে যারা জয় পাবে তারা ভারতের সঙ্গে চলে যাবে সুপার ফোরে। আর যারা হার মানবে তারা বিদায় নেবে এশিয়া কাপ থেকে।
ঢাকা/আমিনুল