বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ফাইল ফটো
বরিশালের মুলাদী উপজেলার একটি বাড়ি থেকে হাতবোমা ও দেশি অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওই গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার ও বশীর হাওলাদার। মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘সকালে সেনাবাহিনী ও পুলিশ আব্দুর রব হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ঘর তল্লাশি করে ১৩টি হাতবোমা, একটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, নগদ অর্থসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’’
ঢাকা/পলাশ/রাজীব
Sangbad365 Admin 














