গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:০২, ২০ সেপ্টেম্বর ২০২৫
ফাইল ফটো
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে তনু (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তনু উপজেলার কান্দি গ্রামের তপন মধুর মেয়ে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘তনু বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। তবে, সন্ধান পায়নি। পরে পুকুরের পানিতে তনুর নিথর দেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।’’
ঢাকা/বাদল/রাজীব