মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৫
মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেনু বেগম ওই গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, সকালে ফোনে একাধিকবার চেষ্টা করেও রেনু বেগমের কোনো সাড়া না পেয়ে তার মেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, বিছানার ওপড় রেনু বেগমের নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, “লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যে কী আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
ঢাকা/বেলাল/রাজীব
Sangbad365 Admin 














