প্রকাশিত: ২২:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,সবাই মনে করে, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য তিনি নোবেল শান্তি পুরষ্কার পাওয়ার যোগ্য। তবে তিনি পুরষ্কার জেতা নয়, বরং জীবন বাঁচানোর চিন্তা করেন।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর অন্তত সাতটি যুদ্ধবিরতির জন্য নিজের কৃতিত্ব দাবি করেছেন। তিনি একাধিকার বলেছেন, এই কাজের জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য।
মঙ্গলবার ট্রাম্প বলেছেন, “সবাই বলে, এই প্রতিটি অর্জনের জন্য আমার নোবেল শান্তি পুরষ্কার পাওয়া উচিত। কিন্তু আমার কাছে, আসল পুরষ্কার হবে সেই ছেলেমেয়েরা, যারা মা ও বাবার সাথে বেড়ে ওঠার জন্য বেঁচে আছে। কারণ লাখ লাখ মানুষ আর অন্তহীন ও গৌরবময় যুদ্ধে নিহত হচ্ছে না।”
তিনি বলেন, “আমি যা চিন্তা করি তা হল পুরষ্কার জেতা নয়, বরং জীবন বাঁচানো।”
ঢাকা/শাহেদ
Sangbad365 Admin 













