০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ডেরা রিসোর্ট বন্ধের দাবিতে স্মারকলিপি

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০১৪ Time View

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার স্থায়ীভাবে বন্ধ এবং রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় উলামায়ে কেরাম ও এলাকাবাসী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, বিগত সরকারের আমলে অদৃশ্য ক্ষমতাবলে নিয়মনীতি উপেক্ষা করে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার কার্যক্রম শুরু করে এবং ভেতরে মাদকসহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এলাকাবাসীর জোরালো প্রতিবাদের প্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও দাবি করেন তারা।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এগুলো হলো, রিসোর্টের কার্যক্রম বন্ধ করে সেখানে কল-কারখানা স্থাপন, রিসোর্টের ভেতরে অবৈধভাবে দখল করা কবরস্থান উদ্ধার করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করা, ভরাটকৃত সরকারি খাল উদ্ধার করে পুনঃখননের মাধ্যমে ফসলি জমির জলাবদ্ধতা নিরসন, জমিজমা হারানো ক্ষতিগ্রস্তদের জমি ফেরত দেওয়া ও  দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। 

জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপিতে বলা হয়, অনতিবিলম্বে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

স্মারকলিপি প্রদান কালে জেলা ইমাম পরিষদের সভাপতি সাঈদ নূর, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুজিবুর রহমান, ঘিওর উপজেলা পরিষদের ইমাম আলমগীর হোসেন, মুফতি হাসান মুহাম্মদ শরীফ, নবগ্রাম জামে মসজিদের ইমাম মুহামুদুল্লাহ আল মাহমুদ, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক, মোহাম্মদ লিটন মিয়াসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন। 

গত ১৩ সেপ্টেম্বর অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকম-এ ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল করে মানিকগঞ্জের জেলা প্রশাসককে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। 
 

ট্যাগঃ

মানিকগঞ্জে ডেরা রিসোর্ট বন্ধের দাবিতে স্মারকলিপি

সময়ঃ ১২:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার স্থায়ীভাবে বন্ধ এবং রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় উলামায়ে কেরাম ও এলাকাবাসী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, বিগত সরকারের আমলে অদৃশ্য ক্ষমতাবলে নিয়মনীতি উপেক্ষা করে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার কার্যক্রম শুরু করে এবং ভেতরে মাদকসহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এলাকাবাসীর জোরালো প্রতিবাদের প্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও দাবি করেন তারা।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এগুলো হলো, রিসোর্টের কার্যক্রম বন্ধ করে সেখানে কল-কারখানা স্থাপন, রিসোর্টের ভেতরে অবৈধভাবে দখল করা কবরস্থান উদ্ধার করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করা, ভরাটকৃত সরকারি খাল উদ্ধার করে পুনঃখননের মাধ্যমে ফসলি জমির জলাবদ্ধতা নিরসন, জমিজমা হারানো ক্ষতিগ্রস্তদের জমি ফেরত দেওয়া ও  দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। 

জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপিতে বলা হয়, অনতিবিলম্বে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

স্মারকলিপি প্রদান কালে জেলা ইমাম পরিষদের সভাপতি সাঈদ নূর, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুজিবুর রহমান, ঘিওর উপজেলা পরিষদের ইমাম আলমগীর হোসেন, মুফতি হাসান মুহাম্মদ শরীফ, নবগ্রাম জামে মসজিদের ইমাম মুহামুদুল্লাহ আল মাহমুদ, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক, মোহাম্মদ লিটন মিয়াসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন। 

গত ১৩ সেপ্টেম্বর অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকম-এ ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল করে মানিকগঞ্জের জেলা প্রশাসককে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।