লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫
লক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগমকে গলাকেটে হত্যা করা হয়। হত্যা সংবাদ শুনে স্থানীয়রা সেখানে ভিড় করেন।
লক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত রাশেদা বেগম লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইমন হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি ওই নারীকে কীভাবে হত্যা করেছেন, সেই বর্ণনা দিয়েছেন বলে জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক। রাশেদা বেগম ও ইমন হোসেন সম্পর্কে চাচি-ভাতিজা।
এই অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘‘ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ দিন ধরে নারিকেল, সুপারি ও বিভিন্ন বিষয় নিয়ে ইমনের স্ত্রীর সঙ্গে রাশেদা বেগমের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রাশেদাকে গলাকেটে হত্যা করেছেন বলে ইমন হোসেন পুলিশের কাছে স্বীকার করছেন।’’
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, লক্ষ্মীপুর শহরের জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফজরের নামাজের ওজু করতে তিনি ঘর থেকে বের হন। এ সময় একই বাড়ির সেলিমের ছেলে ইমন হোসেনকে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেন। রাশেদা বেগম তখন নানা বিষয়ে ইমনকে জিজ্ঞাসা করার এক পর্যায়ে ঘরের ভিতরে প্রবেশ করেন ইমন। পরে দরজা আটকিয়ে বটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। রাশেদের চিৎকারে আশপাশে লোকজন এগিয়ে আসলে তাকে গলাকেটে হত্যা করে ইমন ঘরে লুকিয়ে থাকেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ইমনকে গ্রেপ্তার করে।
ঢাকা/লিটন/বকুল
Sangbad365 Admin 













