নির্বাচনী সংলাপ
প্রকাশিত: ২২:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিন সংলাপে অংশ নেবেন সুশীল সমাজের প্রতিনিধি ও দেশের খ্যাতনামা শিক্ষাবিদরা।
ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার দুই পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম বৈঠকে অংশ নেবেন সুশীল সমাজের ২০ জন প্রতিনিধি। দ্বিতীয় পর্বে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বৈঠক হবে শিক্ষাবিদদের সঙ্গে।
এই সংলাপ ইসির অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/share/1B1SJeBKUw/) এবং ইউটিউব চ্যানেলে (www.youtube.com/@BangladeshECS) সরাসরি সম্প্রচার করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটি শেষে অক্টোবর মাসে নারী নেত্রী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন।
সংলাপের মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে রাজনৈতিক ও অরাজনৈতিক অংশীজনদের মতামত গ্রহণ করছে সংস্থাটি। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঢাকা/আসাদ/সাইফ
Sangbad365 Admin 













