সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাকার সাভার উপজেলায় হাত-পা বাঁধা তোশকে মোড়ানো অজ্ঞাত যুবকের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের প্রান্তিক গেটের বিপরীত পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, তোশকে মোড়ানো এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর হবে। হাত-পা বাঁধা ছিল। শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ৩ থেকে ৪ দিন আগে অন্য কোথাও হত্যা করে লাশটি মহাসড়কের পাশে ফেলে গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান হয়েছে।
এদিকে, সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় ব্রিজের নিচ থেকে আবু হানিফ (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওয়াহাব।
তিনি জানান, আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পরিবারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, হানিফ হাউজিং (জমি ব্যবসা) করতেন। তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার মোহাম্মদপুরের ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
ঢাকা/সাব্বির/বকুল
Sangbad365 Admin 













