০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানের বিপক্ষে লিটন নেই, সৌম্য ফিরলেন

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০১৯ Time View

এশিয়া কাপের মিশন শেষেও বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। আফগানিস্তান ক্রিকেট দলের আতিথিয়তা নেবে বাংলাদেশ। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি।

তিন টোয়েন্টির জন্য রবিবার বিকেলে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইড স্ট্রেইন চোটে থাকা লিটন কুমার দাস তিন টি-টোয়েন্টিতে খেলবেন না। তার জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। জাকের আলী তিনটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ দল
জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, সৌম্য সরকার।

শারজায় ২, ৩ ও ৫ অক্টোবর তিন টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এশিয়া কাপে আফগানিস্তান সুপার ফোরে উঠতে পারেনি। বাংলাদেশ খেললেও কেবল হারাতে পারে শ্রীলঙ্কাকে।  ফাইনালে ওঠার সুযোগ থাকলেও পাকিস্তান ও ভারত কাউকেই বাংলাদেশ হারাতে পারেনি। যেভাবে দল শেষ দুই ম্যাচ খেলেছে তাতে প্রবল সমালোচনা হচ্ছে।আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি তাই বাংলাদেশের জন্য কঠিনই হতে যাচ্ছে।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, “সাইড স্ট্রেইনের কারণে সে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে খেলতে পারেনি। এমআরআই স্ক্যানে দেখা গেছে যে, পেটের বাম পেশীতে গ্রেড ১ স্ট্রেইন আছে। সে সুস্থ হচ্ছে তবে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচিত থাকবে না। মেডিকেল টিম তার পুনর্বাসন পরিচালনা এবং তার অগ্রগতি পর্যবেক্ষণ করবে।”

৩২ বছর বয়সী সৌম্য জাতীয় ক্রিকেট লিগ টি- টোয়েন্টিতে ৬৩ ও ৪৫ রানের দুইটি ইনিংস খেলেছেন। 

ট্যাগঃ

আফগানিস্তানের বিপক্ষে লিটন নেই, সৌম্য ফিরলেন

সময়ঃ ১২:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের মিশন শেষেও বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। আফগানিস্তান ক্রিকেট দলের আতিথিয়তা নেবে বাংলাদেশ। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি।

তিন টোয়েন্টির জন্য রবিবার বিকেলে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইড স্ট্রেইন চোটে থাকা লিটন কুমার দাস তিন টি-টোয়েন্টিতে খেলবেন না। তার জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। জাকের আলী তিনটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ দল
জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, সৌম্য সরকার।

শারজায় ২, ৩ ও ৫ অক্টোবর তিন টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এশিয়া কাপে আফগানিস্তান সুপার ফোরে উঠতে পারেনি। বাংলাদেশ খেললেও কেবল হারাতে পারে শ্রীলঙ্কাকে।  ফাইনালে ওঠার সুযোগ থাকলেও পাকিস্তান ও ভারত কাউকেই বাংলাদেশ হারাতে পারেনি। যেভাবে দল শেষ দুই ম্যাচ খেলেছে তাতে প্রবল সমালোচনা হচ্ছে।আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি তাই বাংলাদেশের জন্য কঠিনই হতে যাচ্ছে।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, “সাইড স্ট্রেইনের কারণে সে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে খেলতে পারেনি। এমআরআই স্ক্যানে দেখা গেছে যে, পেটের বাম পেশীতে গ্রেড ১ স্ট্রেইন আছে। সে সুস্থ হচ্ছে তবে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচিত থাকবে না। মেডিকেল টিম তার পুনর্বাসন পরিচালনা এবং তার অগ্রগতি পর্যবেক্ষণ করবে।”

৩২ বছর বয়সী সৌম্য জাতীয় ক্রিকেট লিগ টি- টোয়েন্টিতে ৬৩ ও ৪৫ রানের দুইটি ইনিংস খেলেছেন।